১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে চাচা-ভাতিজার নিয়ন্ত্রণে ভূমি অফিস, প্রতিবাদ করলেই গ্রাহকদের উপর হামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী ভূমি কর্মকর্তার স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের প্রতিবাদ করায় সেবা গ্রহিতাকে মারধরের অভিযোগ উঠেছে। জমির নামজারিতে ভূল হওয়ার কারণ জানতে চাওয়ায় গত মঙ্গলবার ইমরান হোসেন (৩৪) নামে এক সেবা গ্রহীতাকে মারধর করা হয়। এঘটনায় ভূক্তভোগী বাদি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি মারধরের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার ভাতিজা একই কার্যালয়ের কম্পিউটার অপারেটর যুবায়ের হোসেনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে জুবায়ের তার চেয়ার থেকে উঠে এসে সেবাগ্রহীতা ইমরান হোসেনের ওপর হামলা চালায়। পরে ওই কার্যালয়ে অন্যান্য কর্মচারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে উত্তেজিত হয়ে সেবাগ্রহীতাকে বের করে দেন।

জানা যায়, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন তার ভাতিজা জুবায়ের ইউনিয়ন ভূমি অফিসের অর্থ লেনদেনের মাধ্যমে জমি নামজারী, ভূমি উন্নয়ন কর, হাট বাজারের ভিটি ব্যবস্থাপনাসহ সম্পন্ন করে থাকেন। তবে টাকা ছাড়া কোন কাজই হয় না বলে জানিয়েছেন সেবা গ্রহিতারা।

চাচা উপ-সহকারী ভূমি কর্মকর্তা হওয়ার কারণে সরকারি নির্দেশনা অমান্য করে তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করার জন্য নিয়ম বহির্ভূতভাবে ভাতিজাকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেন। তাদের অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদেরকে হয়রানীর শিকার হতে হয়। চাচা-ভাতিজার স্বেচ্ছাচারিতায় চলে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয়। চাচার আর্থিক লেনদেনগুলো ভাতিজার মাধ্যমে সম্পন্ন করা হয়।

ভূক্তভোগী ইমরান হোসেন জানান, ১০ দিন আগে তারা তাদের জমির নামজারির জন্য আবেদন করেন। সেই আবেদনে তারা ভূমি মালিকদের আলাদা ঠিকানা ব্যবহার করে আবেদন করেন। কিন্তু কম্পিউটার অপারেটর জুবায়ের হোসেন টাইপে নাম ঠিকানা ভূল করেন। ভূলের বিষয়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয়ে গেলে কথার এক পর্যায়ে উত্তেজিত হয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের তার ওপর হামলা চালায়। তাদের অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদেরকে হতে হয় নির্যাতনের শিকার। চাচা-ভাতিজার স্বেচ্ছাচারিতায় চলে নামজারি, খারিজসহ নানা ধরনের কাজ ৷ যেন অনিয়ম-দূর্নীতির পসরা সাজিয়ে বসেছে চাচা-ভাতিজা। একই সাথে বেশি বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও প্রদান করেন ৷

এ বিষয়ে অভিযুক্ত মোগরাপাড়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে মোবাইলে সেবা গ্রহিতাকে ভিডিও ধারণ করতে বাঁধা দিতে গিয়ে এমন হয়েছে। তবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ভূমি কার্যালয়ে একটি ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁ সার্কেল) মঞ্জুর মোর্শেদ বলেন, বিষয়টি জেনেছি। ইউনিয়ন ভূমি কার্যালয়ের কোনো গাফলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভোট পর্যবেক্ষণে দেশি-বিদেশি সাড়ে ৫৫ হাজার পর্যবেক্ষক

সোনারগাঁয়ে চাচা-ভাতিজার নিয়ন্ত্রণে ভূমি অফিস, প্রতিবাদ করলেই গ্রাহকদের উপর হামলা

আপডেট সময় : ০১:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী ভূমি কর্মকর্তার স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের প্রতিবাদ করায় সেবা গ্রহিতাকে মারধরের অভিযোগ উঠেছে। জমির নামজারিতে ভূল হওয়ার কারণ জানতে চাওয়ায় গত মঙ্গলবার ইমরান হোসেন (৩৪) নামে এক সেবা গ্রহীতাকে মারধর করা হয়। এঘটনায় ভূক্তভোগী বাদি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি মারধরের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার ভাতিজা একই কার্যালয়ের কম্পিউটার অপারেটর যুবায়ের হোসেনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে জুবায়ের তার চেয়ার থেকে উঠে এসে সেবাগ্রহীতা ইমরান হোসেনের ওপর হামলা চালায়। পরে ওই কার্যালয়ে অন্যান্য কর্মচারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে উত্তেজিত হয়ে সেবাগ্রহীতাকে বের করে দেন।

জানা যায়, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন তার ভাতিজা জুবায়ের ইউনিয়ন ভূমি অফিসের অর্থ লেনদেনের মাধ্যমে জমি নামজারী, ভূমি উন্নয়ন কর, হাট বাজারের ভিটি ব্যবস্থাপনাসহ সম্পন্ন করে থাকেন। তবে টাকা ছাড়া কোন কাজই হয় না বলে জানিয়েছেন সেবা গ্রহিতারা।

চাচা উপ-সহকারী ভূমি কর্মকর্তা হওয়ার কারণে সরকারি নির্দেশনা অমান্য করে তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করার জন্য নিয়ম বহির্ভূতভাবে ভাতিজাকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেন। তাদের অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদেরকে হয়রানীর শিকার হতে হয়। চাচা-ভাতিজার স্বেচ্ছাচারিতায় চলে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয়। চাচার আর্থিক লেনদেনগুলো ভাতিজার মাধ্যমে সম্পন্ন করা হয়।

ভূক্তভোগী ইমরান হোসেন জানান, ১০ দিন আগে তারা তাদের জমির নামজারির জন্য আবেদন করেন। সেই আবেদনে তারা ভূমি মালিকদের আলাদা ঠিকানা ব্যবহার করে আবেদন করেন। কিন্তু কম্পিউটার অপারেটর জুবায়ের হোসেন টাইপে নাম ঠিকানা ভূল করেন। ভূলের বিষয়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয়ে গেলে কথার এক পর্যায়ে উত্তেজিত হয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের তার ওপর হামলা চালায়। তাদের অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদেরকে হতে হয় নির্যাতনের শিকার। চাচা-ভাতিজার স্বেচ্ছাচারিতায় চলে নামজারি, খারিজসহ নানা ধরনের কাজ ৷ যেন অনিয়ম-দূর্নীতির পসরা সাজিয়ে বসেছে চাচা-ভাতিজা। একই সাথে বেশি বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও প্রদান করেন ৷

এ বিষয়ে অভিযুক্ত মোগরাপাড়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে মোবাইলে সেবা গ্রহিতাকে ভিডিও ধারণ করতে বাঁধা দিতে গিয়ে এমন হয়েছে। তবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ভূমি কার্যালয়ে একটি ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁ সার্কেল) মঞ্জুর মোর্শেদ বলেন, বিষয়টি জেনেছি। ইউনিয়ন ভূমি কার্যালয়ের কোনো গাফলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।