বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি( বাগীশিক) নাজিরহাট পৌরসভা সংসদের উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৫ সম্পন্ন হয়েছে। পযর্টন নগরীর বান্দরবানে দিন ব্যাপী আনন্দ ভ্রমণে বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের কার্যকরী পরিষদ, স্থায়ী, অস্থায়ী ও সহযোগীরা অংশ নেন৷ এতে গীতা পাঠ গান, কবিতা র্যাফেল ড্র, সংসদ সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ ১৮ এপ্রিল একদিনের কর্মসূচিতে ছিল, বান্দরবান, নীলগিরি, চিম্বুক, মেখলা ভ্রমণ । বাগীশিক পরিবার, নাজিরহাট পৌরসভা সংসদের সভাপতি সজল চক্রবর্তী, উজ্জ্বল নাথ,অনুপ বনিক,সঞ্চয় বনিক,অমিত ভৌমিক সৈকত,নান্টু দাশ,শান্ত নাথ,লিটন নাথ,সুবল চক্রবর্তী, সৃতি চক্রবর্তী, ছোটন শীল,বিভাস ধর,সুভাষ ধর,প্রানেশ চক্রবর্তী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক অনুরাগী, পৃষ্ঠপোষক, উপদেষ্টা পরিবার।
শিরোনাম
বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের আনন্দ ভ্রমণ সম্পন্ন
-
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- ।
- 134
জনপ্রিয় সংবাদ






















