১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে নিখোঁজ হন, রাজস্থলী সাবেক মেম্বার আমেরিকা তনচংগ্যা

কক্সবাজারে স্বজনদের সাথে ঘুরতে গিয়ে আমেরিকা তনচংগ্যা সাবেক ইউপি সদস্য (৭৩) নামের এক ব্যক্তি নিখোঁজ হন । নিখোঁজ আমেরিকা তনচংগ্যার বাড়ী রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার চিংখ্যং নোয়া পাড়া জিরো পয়েন্ট এলাকা।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৬ ঘটিকার সময় কক্সবাজারের উদ্যােশে রওনা হলে বেলা দুই ঘটিকার সময় কলা তলি পৌছে এর পর হতে নিখোঁজ হন।

পরিবারের বড় ছেলে চিংখ্যং নোয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরধন তনচংগ্যা জানায়, তার পিতা, আমেরিকা তনচংগ্যা ( সাবেক মেম্বার) তার কয়েকজন স্বজনকে নিয়ে বেড়াতে গেলে কক্সবাজারের কলাতলিতে নিখোঁজ হন।

তার সাথে থাকা লোকজন আরো জানান, আমেরিকাসহ তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। সে গাড়ি থেকে নামার পর কলাতলি বিচ এলাকা হতে নিখোঁজ হন। পরে অনেক খুজে না পেয়েও স্বজনরা চলে আসে।

এ ব্যাপারে নিখোঁজের পরিবার কক্সবাজার থানায় জিডি করার প্রক্রিয়াধীন আছে বলে জানান।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে নিখোঁজ হন, রাজস্থলী সাবেক মেম্বার আমেরিকা তনচংগ্যা

আপডেট সময় : ১২:১৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

কক্সবাজারে স্বজনদের সাথে ঘুরতে গিয়ে আমেরিকা তনচংগ্যা সাবেক ইউপি সদস্য (৭৩) নামের এক ব্যক্তি নিখোঁজ হন । নিখোঁজ আমেরিকা তনচংগ্যার বাড়ী রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার চিংখ্যং নোয়া পাড়া জিরো পয়েন্ট এলাকা।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৬ ঘটিকার সময় কক্সবাজারের উদ্যােশে রওনা হলে বেলা দুই ঘটিকার সময় কলা তলি পৌছে এর পর হতে নিখোঁজ হন।

পরিবারের বড় ছেলে চিংখ্যং নোয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরধন তনচংগ্যা জানায়, তার পিতা, আমেরিকা তনচংগ্যা ( সাবেক মেম্বার) তার কয়েকজন স্বজনকে নিয়ে বেড়াতে গেলে কক্সবাজারের কলাতলিতে নিখোঁজ হন।

তার সাথে থাকা লোকজন আরো জানান, আমেরিকাসহ তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। সে গাড়ি থেকে নামার পর কলাতলি বিচ এলাকা হতে নিখোঁজ হন। পরে অনেক খুজে না পেয়েও স্বজনরা চলে আসে।

এ ব্যাপারে নিখোঁজের পরিবার কক্সবাজার থানায় জিডি করার প্রক্রিয়াধীন আছে বলে জানান।