গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাহবুব হোসেনকে ওএসডি
করা হয়েছে। গত ১৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক মো. ওয়াজেদ আলী
বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ১৫ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব
সানজীদা শারমিন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা জারি করা হয়। এবিষয়ে রংপুর বিভাগের
উপপরিচালক (স্বাস্থ্য) মো. ওয়াজেদ আলী বলেন, জাতীয় দৈনিক পত্রিকায় গাইবান্ধা জেনারেল
হাসপাতালের ঠিকাদার ও তত্ত্বাবধায়কের মধ্যে বিপুল পরিমাণ ঘুষ লেনদেন ও অনিয়ম নিয়ে সংবাদ
প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য
মন্ত্রণালয় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়কে তদন্তের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক
বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়ে দাখিল করা হয়। তদন্তের রিপোর্টের ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয় গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুব হোসেনকে দায়িত্ব থেকে
অব্যাহতি প্রদান করে আদেশ জারি করেন।
শিরোনাম
গাইবান্ধা হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুব হোসেনকে ওএসডি
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০২:১৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- ।
- 47
জনপ্রিয় সংবাদ






















