ফিলিস্তিনের গাজায়ও ভারতে মুসলিমদের “চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে” প্রতিবাদ জানাতে মানিকগঞ্জের শিবালয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নানা রকম পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড, এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকাসহ বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নিয়েছেন।শিবালয়ে মার্চ ফর গাঁজা ব্যানারে একটি গণ মিছিল কাতরাসিন তারা মসজিদ থেকে মিছিল বের করে ঢাকার-আরিচা মহাসড়ক হয়ে উথলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান জানান, ওআইসির প্রতি আহ্বান জানান,ইজরাইলি পন্যের ডিলারশিপ বন্ধ করুন,
সাবেক শিবালয় উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃশাহ আলম,মানিকগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম নিলয়, শিবালয় উপজেলা জিয়ামঞ্চের আহবায়ক বাছেদুর রহমান বাচ্চু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাবেশ শেষে ফিলিস্তিনের মানুষের জন্য মোনাজাত করা হয় ।






















