০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হোমনার বাঘা শরীফ চট্টগ্রামে জব্বারের বলী খেলায় এবারও চ্যাম্পিয়ন

কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের কৃতি সন্তান শরীফ ওরফে বাঘা শরীফ চট্রগ্রামের লালদীঘি ময়দানে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন হয়েছে। শরীফ ২০২৪ সালেও শরীফ চ্যাম্পিয়ন হয়ে বিজয়ের মালা ছিনিয়ে আনেন। বলী খেলায় শরীফ চ্যাম্পিয়নহওয়ার খবরে হোমনাবাসী আনন্দিত।
এ ব্যাপারে হোমনার প্রবীন সিনিয়র সাংবাদিক নারায়ণগণ্জ থেকে প্রকাশিত দৈনিক দেশের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও কবি ইউসুফ আলী এটম বলেন, শরীফ আমাদের হোমনার গর্ব ও অহংকার। আমরা হোমনাবাসী ওর কৃতিত্বের জন্য আনন্দিত।

বাঘা শরীফের নিজ গ্রাম মনিপুরের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব পিআইবির সিনিয়র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রতিক্রিয়ায় জানান, শরীফ বলীর চ্যাম্পিয়নের সংবাদ শুনে আমর আনন্দিত। শরীফ শুধু হোমনার নয় সমগ্র কুমিল্লার গর্ব। সে নিজের চেষ্টা ও পরিশ্রমে এ সাফল্য অর্জন করে। সরকার যদি পৃষ্ঠপোষকতা করে তা হলে সে আরো ভালো করবে। বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে শরীফকে উষ্ণ অভিনন্দন জানাই।
হোমনা উপজেলা প্রেসক্লাবে ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু বলেন,
চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ও হোমনাকে ক্রীড়াঙ্গনে এক বিশেষ সম্মান বয়ে এনেছে। তার এ সাফল্যে হোমনাবাসী গর্বিত। তার সুস্থতা ও ধারাবাহিক সাফল্য কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

হোমনার বাঘা শরীফ চট্টগ্রামে জব্বারের বলী খেলায় এবারও চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৯:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের কৃতি সন্তান শরীফ ওরফে বাঘা শরীফ চট্রগ্রামের লালদীঘি ময়দানে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন হয়েছে। শরীফ ২০২৪ সালেও শরীফ চ্যাম্পিয়ন হয়ে বিজয়ের মালা ছিনিয়ে আনেন। বলী খেলায় শরীফ চ্যাম্পিয়নহওয়ার খবরে হোমনাবাসী আনন্দিত।
এ ব্যাপারে হোমনার প্রবীন সিনিয়র সাংবাদিক নারায়ণগণ্জ থেকে প্রকাশিত দৈনিক দেশের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও কবি ইউসুফ আলী এটম বলেন, শরীফ আমাদের হোমনার গর্ব ও অহংকার। আমরা হোমনাবাসী ওর কৃতিত্বের জন্য আনন্দিত।

বাঘা শরীফের নিজ গ্রাম মনিপুরের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব পিআইবির সিনিয়র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রতিক্রিয়ায় জানান, শরীফ বলীর চ্যাম্পিয়নের সংবাদ শুনে আমর আনন্দিত। শরীফ শুধু হোমনার নয় সমগ্র কুমিল্লার গর্ব। সে নিজের চেষ্টা ও পরিশ্রমে এ সাফল্য অর্জন করে। সরকার যদি পৃষ্ঠপোষকতা করে তা হলে সে আরো ভালো করবে। বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে শরীফকে উষ্ণ অভিনন্দন জানাই।
হোমনা উপজেলা প্রেসক্লাবে ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু বলেন,
চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলায় বাঘা শরীফ চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ও হোমনাকে ক্রীড়াঙ্গনে এক বিশেষ সম্মান বয়ে এনেছে। তার এ সাফল্যে হোমনাবাসী গর্বিত। তার সুস্থতা ও ধারাবাহিক সাফল্য কামনা করছি।