চলছে আলোচনা Pietro Parolin কার্ডিনাল কে নিয়ে
হতে পারে তিনি পরবর্তী পোপ
তবে পোপ নির্বাচনে আর্ন্তজাতিক রাজনীতির প্রচুর প্রভাব থাকে।
যদি প্রভাব মুক্ত হয়, তাহলে প্রগতিশীল হিসাবে তিনি আসার অধিক
সম্ভবনা ।
মোট ১৩৫ জন কার্ডিনাল ভোট দানে অংশগ্রহন করবে। এর মাঝে ১০৮ জন সর্বশেষ পোপ ফ্রান্সেসকোর মনোনিত।
২২ জন তার পূর্বে জার্মানি পোপ বেনেদেত্তর মনোনিত এবং ৫ জন পোলান্ডের পোপ জোভান্নি পাওেলো কতৃর্ক মনোনীত ।
তাদের মধ্যে
৫৩ জন ইউরোপের
২৩ জন এশিয়ার
১৮ জন আফ্রিকার
১৭ জন ল্যটিন আমেরিকা
১৬ জন উত্তর আমেরিকা
৪ জন সেন্ট্রাল আমেরিকা
ধারনা করা হচ্ছে বিদেশী রাজনীতি প্রভাব না থাকলে ৮০% প্রতিনিধি ইতালীয়ান কার্ডিনাল Pietro Parolin দিকে ঝুকে থাকবে ।
পূর্বে পোপ ছিল যুদ্ধের বিপক্ষে এবং ইমিগ্রান্ট বান্ধব, শুধু তাই নয় তিনি কখোনই মুসলিম বিদ্বেষী বা অন্য ধর্মকে আক্রমন করে কথা সমর্থন করে নাই ।
দেখা যাক ধর্মীয় রাজনীতি কতটুকু আর্ন্তজাতিক রাজনীতির প্রভাব মুক্ত থাকে,
ভালো এবং সুন্দর মনা একজন পোপ হউক সেই প্রত্যাশায় পরিপূ্র্ণ হোক।






















