নিখোঁজ হওয়া কিশোর- কিশোরীদের মধ্যে দু’জনই আপন ভাই- বোন। এরা হচ্ছে আফিয়া হোসেন নিশাত ( বয়স- ১৫, ৭ম শ্রেণিতে অধ্যয়নরত, ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুল) এবং তার ভাই শাহেদ হোসেন, (বয়স- ১৩) সে পড়ালেখা করেনা। তারা কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চর পাড়া গ্রামের মো: হোছনের সন্তান- সন্ততি।
তিনি জানান, তার ২ ছেলে মেয়ে কোথায় কি অবস্হায় আছে তা জানেন না। তবে খোঁজাখুঁজি চলছে।
হারিয়ে যাওয়া অপরজন হচ্ছ তাদেরই আত্মীয় একই গ্রামের শফিউল করিমের কন্যা শাহরিয়ার করিম অনিকা ( বয়স- ১৪, ৭ম শ্রেণিতে অধ্যয়নরত, ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুল)।
তাদের শফিউল করিম জানান, ১ মাস ধরে তার মেয়েকে খুঁজে পাচ্ছেন না। কেন এরকম হল। তা নিয়ে দিশেহারা পরিবারগুলো। বিষয়টি গত বুধবার অনুষ্টিত ঈদগাঁও উপজেলা আইন-শৃঙ্খলা সভায় উপস্হাপন করেন ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।
প্রত্যুত্তরে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর মশিউর রহমান জানান, নিখোঁজের বিষয়টি আমাদেরকে কেউ অবহিত করেনি। ভূক্তভোগী পরিবারগুলো আমাদেরকে অবহিত করলে তাদের সন্ধান পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।






















