রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বিএনপির বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে বর্ধিত সভা না করায় এবং বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে রাঙ্গামাটি জেলায় অনাস্থা প্রস্তাব দেওয়ার পর ও কোন প্রকার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপি সহ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।প্রথমবার রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৩ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে রাজস্থলী উপজেলা বিএনপির বর্তমান কমিটির অধিকাংশ সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে জরুরী এই আলোচনা সভার আয়োজন করা হয়। জানাযায় ২০২০ সালে রাজস্থলী উপজেলা বিএনপির কমিটি অনুমোদিত হওয়ার পর বর্তমান ২০২৫ সাল চলমান সময়েও কাউন্সিল না দেওয়ায় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দন এবং তৃণমূলের অধিকাংশ নেতাকর্মীর মধ্যে ক্ষো’ভ বিরাজ করছে।
আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, বর্তমান রাজস্থলী উপজেলা বিএনপির কমিটির মেয়াদউত্তীর্ণ হওয়ার পরও কাউন্সিল না দেওয়া খুবই দুঃখজনক বিষয়। দ্রুত কাউন্সিল দিয়ে নতুন কমিটি গঠন করার জন্য জেলা বিএনপির প্রতি অনুরোধ করেন বক্তারা। এছাড়াও বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে রাজস্থলী উপজেলা বিএনপির অধিকাংশ নেতৃবৃন্দ অনাস্থা প্রস্তাব দেওয়ার পরও জেলা থেকে কোন সিদ্ধান্ত না দেওয়ায় তৃণমূল পর্যায়ে ক্ষোভ বিরাজ করছে যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদ দলের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য দ্রুত কাউন্সিল দেওয়ার জোর দাবি জানান নেতৃবৃন্দ। বর্তমান রাজস্থলী উপজেলা বিএনপির কমিটির সিনিয়র সহসভাপতি আবুল হাশেম মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাহিদুল আলম। এতে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সহসভাপতি চথোয়াইপ্রু মারমা, সগির আহম্মদ, মুইথুই অং মারমা, মো: ছিদ্দিক মোলা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ন সম্পাদক মো: রফিক আহম্মেদ, উক্যহ্লা মারমা, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মেদ রুবেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়াসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
শিরোনাম
রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা, নতুন কমিটি গঠনের দাবি কাউন্সিলদের
-
রাঙ্গামাটি প্রতিনিধি - আপডেট সময় : ০২:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- ।
- 286
জনপ্রিয় সংবাদ






















