০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুকুরে ডুবে মিরাজ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় ৬ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার বালারদিঘি পুকুরে এ ঘটনা ঘটে। মিরাজ ওই এলাকার গোলাম মোস্তফার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল হোসেন তার নাতি মিরাজকে গরুর ঘাস ধোয়ার জন্য পুকুরে নিয়ে যান। কাজ শেষে আফজাল বাড়ি ফিরে এলেও মিরাজ পুকুরের পাড়ে পানি নিয়ে খেলা করতে থাকে। কিছুক্ষণ পর আফজাল লক্ষ্য করেন যে মিরাজ বাড়ি ফেরেনি। তিনি দ্রুত পুকুরে ফিরে গিয়ে দেখেন যে শিশুটির কোনো চিহ্ন নেই। আতঙ্কিত হয়ে তিনি চিৎকার করতে থাকেন এবং আশেপাশের লোকজনকে খবর দেন।

স্থানীয়রা দ্রুত জড়ো হন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ডুবুরি দল সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে অনুসন্ধান চালানোর পর সন্ধ্যায় মিরাজের মৃতদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, দীর্ঘ ৬/৭ ঘণ্টা অপেক্ষার পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে উদ্ধারকৃত মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

লালমনিরহাটে পুকুরে ডুবে মিরাজ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় ৬ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার বালারদিঘি পুকুরে এ ঘটনা ঘটে। মিরাজ ওই এলাকার গোলাম মোস্তফার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল হোসেন তার নাতি মিরাজকে গরুর ঘাস ধোয়ার জন্য পুকুরে নিয়ে যান। কাজ শেষে আফজাল বাড়ি ফিরে এলেও মিরাজ পুকুরের পাড়ে পানি নিয়ে খেলা করতে থাকে। কিছুক্ষণ পর আফজাল লক্ষ্য করেন যে মিরাজ বাড়ি ফেরেনি। তিনি দ্রুত পুকুরে ফিরে গিয়ে দেখেন যে শিশুটির কোনো চিহ্ন নেই। আতঙ্কিত হয়ে তিনি চিৎকার করতে থাকেন এবং আশেপাশের লোকজনকে খবর দেন।

স্থানীয়রা দ্রুত জড়ো হন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ডুবুরি দল সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে অনুসন্ধান চালানোর পর সন্ধ্যায় মিরাজের মৃতদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, দীর্ঘ ৬/৭ ঘণ্টা অপেক্ষার পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে উদ্ধারকৃত মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।