গাইবান্ধায় সংবাদপত্র বিক্রেতা ও অটোরিকশা চালক আনিসুর রহমান ঠান্ডা
হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন আরিফ মিয়া নামে এক যুবককে আটক করেছে র্যাব।
গত ২৭ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭ টার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্ক থেকে তাকে আটক করা
হয়। আটক করা যুবক শহরের ডেভিড কোম্পানিপাড়ার শাহজাহান মিয়ার ছেলে। র্যাব-১৩ ক্যাম্পের
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন,
আনিসুর রহমান ঠান্ডাকে হত্যার ঘটনায় তথ্য প্রযুক্তির সাহায্যে আরিফ মিয়ার জড়িত থাকার
প্রমাণ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে পৌর পার্ক থেকে তাকে আটক করা হয়।
আরিফ মিয়ার বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার
গভীর রাতে শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে অটোরিকশা
ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অসুস্থ অবস্থায় ভোর রাতে স্থানীয় কয়েকজন আনিসুর
রহমান ঠান্ডাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন
অবস্থায় নিয়ে একই দিন সকালে তিনি মারা যায়। এঘটনায় পরদিন শুক্রবার রাতে নিহতের স্ত্রী
কবিতা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়।
শিরোনাম
গাইবান্ধায় ঠান্ডা হত্যাকান্ড মামলা যুবক আটক
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০২:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- ।
- 40
জনপ্রিয় সংবাদ






















