ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠান, ৩৩ নং ডিক্রীরচর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা এবং মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ বুধবার ৩০-০৪-২০০৫ তারিখ বিদ্যালয়ের সবুজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দক্ষ ও স্বনামধন্য সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসনের কৃতিসন্তান মা,মাটি ও মানুষের নেতা,মানবতার ফেরিওয়ালা, দু:খী মানুষের বৃক্ষ ছায়া, নিপিড়ীত মানুষের আশ্রয় স্থল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর কবির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপি’র বিপ্লবী আহবায়ক কাজী বদরুজ্জামান, শিক্ষক কর্মচারী ঐক্যজোট সদরপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও রাজপথ কাপানো সফল ছাত্রনেতা শিকদার নাজমুল হাসান রাজু, বিএনপি’ নেতা মিজানুর রহমান প্রমুখ। বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও সকল ছাত্র ছাত্রীদের উপস্থিতি এবং সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজক কমিটি জানান।
শিরোনাম
সদরপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত
-
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি - আপডেট সময় : ০২:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- ।
- 177
জনপ্রিয় সংবাদ






















