লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে আটক হওয়া মামা-ভাগনেকে আট ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৩ মে) দিনগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়।
ফেরতপ্রাপ্তরা হলেন—পাটগ্রামের ধবলসুতি গাটিয়ারভিটা এলাকার মোস্তাকের ছেলে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন (১৭) এবং তার মামা, বগুড়ার বাসিন্দা সাজেদুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত ভারতীয় এক চা-বাগানে ঢুকে ভিডিও করছিলেন তারা। এই সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
ঘটনার পরপরই বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দ্রুত ব্যবস্থা নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। দু’পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ দুই বাংলাদেশিকে ফেরত দিতে সম্মত হয়। ফেরত আসার পর রিমন ও সাজেদুল জানান, বিএসএফ তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। দেশে ফিরে আসার পর বিজিবি তাদের পরিবারে হস্তান্তর করে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, বিজিবির আহ্বানে সাড়া দিয়ে পতাকা বৈঠকে বিএসএফ দুই বাংলাদেশিকে রাতে ফেরত দিয়েছে।























