রংপুরে সেচ পাম্পে ঘরে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে হাসান মিয়া (২৫) নামে এক যুবকের
মৃত্যু হয়েছে। আজ ৩ মে শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামে
এ ঘটনা ঘটে। নিহত হাসান একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা
যায়, স্থানীয় কৃষক আফজাল হোসেন ভোরে ধানের জমিতে সেচ দিতে সেচ পা¤প ঘরে যায়।
সেখানে দেখতে পান সেচ মোটরের বৈদ্যুতিক তারের সাথে যুবক হাসান জড়িয়ে রয়েছে। তিনি
চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে
হাসানের লাশ উদ্ধার করে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক বলেন, ধারণা করা হচ্ছে
সেচ মোটর চুরি করতে এসে তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম
রংপুরে সেচ পাম্পে বিদ্যুৎ¯পৃষ্টে এক যুবকের মৃত্যু
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৬:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- ।
- 67
জনপ্রিয় সংবাদ






















