১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গুচ্ছের এ ইউনিটে ইবি কেন্দ্রে উপস্থিতি ৯০ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এত্ব উপস্থিতির হার ছিল ৯০.৬৯ শতাংশ।

শুক্রবার (৯ মে) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপস্থিতির হার জানানো হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন ছিলো ৮ হাজার ৮৬০ জন পরীক্ষার্থীর।

এর আগে সকাল ৯টা থেকেই ভর্তিচ্ছু পরিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে। কুষ্টিয়া-ঝিনাইদহ ছাড়াও পার্শ্ববর্তী মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ী সহ আশপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্র ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সহ প্রশাসনের সদস্যরা ছাত্রসংগঠনের বুথ, হেল্প ডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে বিশ্ববিদ্যালয় ফটকে হেল্প ডেস্ক বসানো হয়েছে৷ পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, খুবই আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছ পদ্ধতি যে স্বল্প ব্যয়ে পরীক্ষা দেওয়ার জন্য ভালো একটি মাধ্যম তা আবারো প্রমাণিত হয়েছে, আশপাশের সমস্ত শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত কোন অসঙ্গতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আসেনি। সুষ্ঠু ও সুন্দরভাবেই পরীক্ষা সম্পন্ন হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

শীতে বাড়ছে রোগ-বালাই

গুচ্ছের এ ইউনিটে ইবি কেন্দ্রে উপস্থিতি ৯০ শতাংশ

আপডেট সময় : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এত্ব উপস্থিতির হার ছিল ৯০.৬৯ শতাংশ।

শুক্রবার (৯ মে) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপস্থিতির হার জানানো হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন ছিলো ৮ হাজার ৮৬০ জন পরীক্ষার্থীর।

এর আগে সকাল ৯টা থেকেই ভর্তিচ্ছু পরিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে। কুষ্টিয়া-ঝিনাইদহ ছাড়াও পার্শ্ববর্তী মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ী সহ আশপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্র ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সহ প্রশাসনের সদস্যরা ছাত্রসংগঠনের বুথ, হেল্প ডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে বিশ্ববিদ্যালয় ফটকে হেল্প ডেস্ক বসানো হয়েছে৷ পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, খুবই আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছ পদ্ধতি যে স্বল্প ব্যয়ে পরীক্ষা দেওয়ার জন্য ভালো একটি মাধ্যম তা আবারো প্রমাণিত হয়েছে, আশপাশের সমস্ত শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত কোন অসঙ্গতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আসেনি। সুষ্ঠু ও সুন্দরভাবেই পরীক্ষা সম্পন্ন হচ্ছে।