বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লালমনিরহাট জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১২ মে) কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. আনিছুর রহমান (ভিপি আনিছ)। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মো: নাজমুল হুদা লিমন, মো: জাহাঙ্গীর আলম আনন্দ ও মো: মিজানুর রহমান লাভলু। এছাড়া মো: হাসান আলীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটির অনুমোদনসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।






















