দেশের একটি রাজনৈতিক দল রয়েছে যাদের নেতাকর্মীদের সংখ্যা থেকে ফেইক আইডির সংখ্যা বেশী বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। এসময় ফেক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায় বলে মন্তব্য করেছেন ছাত্রদলের নেতারা।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচী ও কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে এসব কথা বলেন ছাত্রদলের নেতারা।
আনোয়ার পারভেজ বলেন, আপনারা জানেন সাম্য হত্যাকারীদের তিনজন আটক করা হয়েছিলো। তার মধ্যে একজনকে তারা শ্রমিক দলের বলে প্রোপাগান্ডা ছড়িয়েছিলো। কিন্তু যার নাম বলে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে তাকে সবার সামনে এনে সংবাদ সম্মেলন করা হয়েছে, তা আপনারা দেখেছেন। এভাবে তারা বিভিন্ন সময় ফেইক আইডি থেকে নানা বিষয়ে প্রোপাগাণ্ডা ছড়ানোর মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে চায়।
এ সময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।
এমআর/সব
শিরোনাম
একটি রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে ফেইক আইডি বেশী : ইবি ছাত্রদল নেতা
-
ইবি প্রতিনিধি - আপডেট সময় : ০৮:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- ।
- 76
জনপ্রিয় সংবাদ





















