০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে লাশ উদ্ধার, একজনের পরিচয় মিললেও অপরজন অজ্ঞাত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক দুই ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে ও সকাল ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত একজনের নাম খোর্শেদা বেগম (৫৫)। তিনি নিলাক্ষিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত. তোতা মিয়ার স্ত্রী। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। একদিনে দুটি পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও রহস্য।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকেই ওই পাটক্ষেতের আশপাশে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন কৃষক। তখন তারা একটি অদ্ভুত দুর্গন্ধ অনুভব করেন। এরপর খোঁজাখুঁজি করতে গিয়ে পাটক্ষেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা চিৎকার দিয়ে এলাকাবাসীকে খবর দেন। দ্রুত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে পাটক্ষেতে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে আগুনে পুড়ে যাওয়া অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

অপরদিকে সকাল ৯টার দিকে উপজেলার ফকিরপাড়া গ্রামে নিজ জমিতে পানি দিতে গিয়ে সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন খোর্শেদা বেগম। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে পাটক্ষেতে ফেলে যাওয়া হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইকে অবহিত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

তিনি আরো জানান,  বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে লাশ উদ্ধার, একজনের পরিচয় মিললেও অপরজন অজ্ঞাত

আপডেট সময় : ০৪:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক দুই ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে ও সকাল ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত একজনের নাম খোর্শেদা বেগম (৫৫)। তিনি নিলাক্ষিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত. তোতা মিয়ার স্ত্রী। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। একদিনে দুটি পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও রহস্য।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকেই ওই পাটক্ষেতের আশপাশে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন কৃষক। তখন তারা একটি অদ্ভুত দুর্গন্ধ অনুভব করেন। এরপর খোঁজাখুঁজি করতে গিয়ে পাটক্ষেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা চিৎকার দিয়ে এলাকাবাসীকে খবর দেন। দ্রুত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে পাটক্ষেতে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে আগুনে পুড়ে যাওয়া অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

অপরদিকে সকাল ৯টার দিকে উপজেলার ফকিরপাড়া গ্রামে নিজ জমিতে পানি দিতে গিয়ে সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন খোর্শেদা বেগম। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে পাটক্ষেতে ফেলে যাওয়া হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইকে অবহিত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

তিনি আরো জানান,  বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।