১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশা‌লে ক‌বি নজরুল বিদ‌্যা‌নি‌কেত‌নের কৃ‌তি শিক্ষার্থী‌দের বৃ‌ত্তি প্রদান

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে ক‌বি নজরুল বিদ‌্যা‌নি‌কেত‌নের বা‌র্ষিক ক্রীড়‌া, সাংস্কৃ‌তিক, পুরষ্কার বিতরণ, সংবর্ধণা এবং হাজী মুস‌লেম উ‌দ্দিন ট্রাস্ট ফাউ‌ন্ডেশ‌ন কর্তৃক কৃ‌তি শিক্ষার্থী‌দের বৃ‌ত্তি প্রদান অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
শ‌নিবার (১৭ মে) বেলা ১১টার সময় জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলাম বিশ্ব‌বিদ‌্যালয় সংলগ্নে অব‌স্থিত ক‌বি নজরুল বিদ‌্যা‌নি‌কেত‌নের বা‌র্ষিক ক্রীড়‌া, সাংস্কৃ‌তিক, পুরষ্কার বিতরণ, সংবর্ধণা এবং হাজী মুস‌লেম উ‌দ্দিন ট্রাস্ট ফাউ‌ন্ডেশ‌ন কর্তৃক কৃ‌তি শিক্ষার্থী‌দের বৃ‌ত্তি প্রদান অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।
অনুষ্ঠা‌নে ক‌বি নজরুল বিদ‌্যা‌নি‌কেত‌নের প্রতিষ্ঠাতা ও ত্রিশাল প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি এ‌টিএম ম‌নিরুজ্জামানের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন হাজী মুস‌লেম উ‌দ্দিন ট্রাস্ট ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যান, বাংলা‌দেশ বিমানবাহী‌নির প্রাক্তন জি.ই এবং এস এস এন্টারপ্রাই‌জ এন্ড ট্রেডিং কনসালট‌্যা‌ন্ট এর চেয়ারম‌্যান প্রকৌশলী ড. মো. জয়নাল আবেদীন। উ‌দ্বোধক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন দি এক‌মি ‌কোং লিঃ এর সা‌বেক বৈজ্ঞানিক কর্মকর্তা ম‌নো‌চে‌হের ইকবাল (‌সে‌লিম) এবং স্বাগত বক্তব‌্য রা‌খেন ক‌বি নজরুল বিদ‌্যা‌নি‌কেত‌নের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব মো. হা‌বিবুর রহমান। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সরকা‌রি নজরুল ক‌লে‌জের সা‌বেক অধ‌্যাপক আব্দুল আউয়াল, সোনালী ব‌্যাং‌কের সা‌বেক প্রিন্সিপাল অ‌ফিসার মো. আলতাব হো‌সেন, কাঁঠাল আ‌লিম মাদ্রাসার অধ‌্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, নগরচড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সা‌বেক প্রধান শিক্ষক মো. হযরত আলী মাস্টার, ত্রিশাল পৌরসভার ১নং ওয়‌র্ডে সা‌বেক কাউন্সিলর মো. ওসমান গ‌ণি, ত্রিশাল পৌরসভার ১নং ওয়‌র্ডে সা‌বেক কাউন্সিলর মো. রেজাউল ক‌রিম সে‌লিম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চা‌লনা ক‌রেন, ক‌বি নজরুল বিদ‌্যা‌নি‌কেত‌নের সহকা‌রি শিক্ষক ফারহান আহ‌মেদ ও উ‌ম্মে হবিবা স্মৃ‌তি।
এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন, স্কু‌লের শিক্ষ-শি‌ক্ষিকা, শিক্ষার্থী, অ‌ভিভাবক ও স্থানীয়রা।
অনুষ্ঠা‌নে ২৫ জন মেধাবী কৃ‌তি শিক্ষার্থী‌কে মেধা বৃ‌ত্তি প্রদান করা হয়।
জনপ্রিয় সংবাদ

ত্রিশা‌লে ক‌বি নজরুল বিদ‌্যা‌নি‌কেত‌নের কৃ‌তি শিক্ষার্থী‌দের বৃ‌ত্তি প্রদান

আপডেট সময় : ০৪:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে ক‌বি নজরুল বিদ‌্যা‌নি‌কেত‌নের বা‌র্ষিক ক্রীড়‌া, সাংস্কৃ‌তিক, পুরষ্কার বিতরণ, সংবর্ধণা এবং হাজী মুস‌লেম উ‌দ্দিন ট্রাস্ট ফাউ‌ন্ডেশ‌ন কর্তৃক কৃ‌তি শিক্ষার্থী‌দের বৃ‌ত্তি প্রদান অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
শ‌নিবার (১৭ মে) বেলা ১১টার সময় জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলাম বিশ্ব‌বিদ‌্যালয় সংলগ্নে অব‌স্থিত ক‌বি নজরুল বিদ‌্যা‌নি‌কেত‌নের বা‌র্ষিক ক্রীড়‌া, সাংস্কৃ‌তিক, পুরষ্কার বিতরণ, সংবর্ধণা এবং হাজী মুস‌লেম উ‌দ্দিন ট্রাস্ট ফাউ‌ন্ডেশ‌ন কর্তৃক কৃ‌তি শিক্ষার্থী‌দের বৃ‌ত্তি প্রদান অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।
অনুষ্ঠা‌নে ক‌বি নজরুল বিদ‌্যা‌নি‌কেত‌নের প্রতিষ্ঠাতা ও ত্রিশাল প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি এ‌টিএম ম‌নিরুজ্জামানের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন হাজী মুস‌লেম উ‌দ্দিন ট্রাস্ট ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যান, বাংলা‌দেশ বিমানবাহী‌নির প্রাক্তন জি.ই এবং এস এস এন্টারপ্রাই‌জ এন্ড ট্রেডিং কনসালট‌্যা‌ন্ট এর চেয়ারম‌্যান প্রকৌশলী ড. মো. জয়নাল আবেদীন। উ‌দ্বোধক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন দি এক‌মি ‌কোং লিঃ এর সা‌বেক বৈজ্ঞানিক কর্মকর্তা ম‌নো‌চে‌হের ইকবাল (‌সে‌লিম) এবং স্বাগত বক্তব‌্য রা‌খেন ক‌বি নজরুল বিদ‌্যা‌নি‌কেত‌নের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব মো. হা‌বিবুর রহমান। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সরকা‌রি নজরুল ক‌লে‌জের সা‌বেক অধ‌্যাপক আব্দুল আউয়াল, সোনালী ব‌্যাং‌কের সা‌বেক প্রিন্সিপাল অ‌ফিসার মো. আলতাব হো‌সেন, কাঁঠাল আ‌লিম মাদ্রাসার অধ‌্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, নগরচড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সা‌বেক প্রধান শিক্ষক মো. হযরত আলী মাস্টার, ত্রিশাল পৌরসভার ১নং ওয়‌র্ডে সা‌বেক কাউন্সিলর মো. ওসমান গ‌ণি, ত্রিশাল পৌরসভার ১নং ওয়‌র্ডে সা‌বেক কাউন্সিলর মো. রেজাউল ক‌রিম সে‌লিম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চা‌লনা ক‌রেন, ক‌বি নজরুল বিদ‌্যা‌নি‌কেত‌নের সহকা‌রি শিক্ষক ফারহান আহ‌মেদ ও উ‌ম্মে হবিবা স্মৃ‌তি।
এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন, স্কু‌লের শিক্ষ-শি‌ক্ষিকা, শিক্ষার্থী, অ‌ভিভাবক ও স্থানীয়রা।
অনুষ্ঠা‌নে ২৫ জন মেধাবী কৃ‌তি শিক্ষার্থী‌কে মেধা বৃ‌ত্তি প্রদান করা হয়।