লালমনিরহাট জেলা পুলিশ এর মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা।
জেলা পুলিশের বিশেষ অভিযানটি পরিচালিত হয় লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিক নির্দেশনায়। গত শনিবার প্রথম অভিযানটি পরিচালনা করা হয় কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুলালী বাজার এলাকায়। গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম মোঃ নুরুজ্জামান জামান আর্মির বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে মোঃ রফিকুল ইসলাম চেনু (৩৫) এর হেফাজতে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিনে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে লালমনিরহাট থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী এর দিক নির্দেশনায় গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া এলাকায় তিস্তা সড়ক সেতুর উত্তর পাশে স্থাপিত পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে মোঃ সজিব হোসেন (২৬) ও মোঃ মেহেদী হাসান (২৪) এর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশের এমন মাদকবিরোধী তৎপরতায় স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এটি ভূমিকা রাখবে।
এমআর/সব
শিরোনাম
মাদকবিরোধী অভিযানে লালমনিরহাটে আটক ৩
-
লালমনিরহাট প্রতিনিধি - আপডেট সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- ।
- 144
জনপ্রিয় সংবাদ






















