যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বল ভেবে খেলা করার সময় বিস্ফোরণে তিন ভাই-বোন গুরুতর জখম হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮ টার দিকে শহরের শংকরপুর ছোটনের মোড়ে ঘটনাটি ঘটে। আহতরা হলো শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের ছেলে সজিব হোসেন (৭), মেয়ে খাদিজা খাতুন (৫) ও আয়েশা খাতুন (৩)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্বজনরা জানিয়েছেন, ঘটনার সময় তারা তিন ভাই-বোন শংকরপুর ছোটনের মোড়ের পাশের একটি মাঠে খেলা করছিলো। এসময় খাদিজা মাঠের এক কোনে লাল টেপ পেঁচানো বল সাদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখেন। সেটি হাতে নিয়ে অন্য দুই ভাই-বোনের কাছে আসে। বোমাকে বল ভেবে খেলা করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সজিব, সাদিয়া ও আয়শা গুরুতর আহত হয়।
বোমা বিস্ফোরণের শব্দে আহতদের পরিবার ও আশেপাশের লোকজন ছুটে এসে তিন ভাই-বোনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন জানান, বোমার আঘাতে আহত তিন শিশুর শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়েছে। ভর্তি করে তাদের মহিলা সার্জারী ওয়ার্ডের শিশু সার্জারী বিভাগে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসাসেবা চলছে।






















