০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে অটোরিক্সা উল্টে প্রান গেল যুবকের

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যাত্রীবাহী অটোরিক্সা উল্টে সেলিম জাভেদ (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) রাতে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় উপজেলার মূলবাড়ী জামে মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সেলিম জাভেদ সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্রবয়ড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি যমুনা সারকারখানায় ডেইলি বেসিক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। তবে ভাগ্য তাকে ফিরিয়ে আনেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম জাভেদ আরামনগর বাজার থেকে একটি যাত্রীবাহী অটোরিক্সায় করে ২১ শে মোড় এলাকার দিকে যাচ্ছিলেন। অটোরিক্সাটি উচ্চ গতিতে চলছিল। পথে উপজেলার মুলবাড়ী জামে মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে অটোটি রাস্তার পাশে উল্টে যায়। ওই সময় অটোর ব্যাটারি ছিটকে গিয়ে সেলিম জাভেদের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় সেলিম জাভেদকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. দেবাশীষ রাজবংশী তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সহকর্মীরা জানান, সেলিম জাভেদ একজন পরিশ্রমী ও সহজ-সরল মানুষ ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অটোরিক্সা উল্টে প্রান গেল যুবকের

আপডেট সময় : ০৩:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যাত্রীবাহী অটোরিক্সা উল্টে সেলিম জাভেদ (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) রাতে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় উপজেলার মূলবাড়ী জামে মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সেলিম জাভেদ সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্রবয়ড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি যমুনা সারকারখানায় ডেইলি বেসিক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। তবে ভাগ্য তাকে ফিরিয়ে আনেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম জাভেদ আরামনগর বাজার থেকে একটি যাত্রীবাহী অটোরিক্সায় করে ২১ শে মোড় এলাকার দিকে যাচ্ছিলেন। অটোরিক্সাটি উচ্চ গতিতে চলছিল। পথে উপজেলার মুলবাড়ী জামে মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে অটোটি রাস্তার পাশে উল্টে যায়। ওই সময় অটোর ব্যাটারি ছিটকে গিয়ে সেলিম জাভেদের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় সেলিম জাভেদকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. দেবাশীষ রাজবংশী তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সহকর্মীরা জানান, সেলিম জাভেদ একজন পরিশ্রমী ও সহজ-সরল মানুষ ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”