গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীতে জেলে শিরিশ চন্দ্রের জালে ৭২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। ২০ মে মঙ্গলবার সকালে বিশাল আকৃতির মাছটি জালে আটকা পড়ে। লাল মিয়া নামে এক ব্যবসায়ী বিশাল বাগাড় মাছটি ক্রয় করে রংপুরের পীরগাছায় নিয়ে আসেন। মঙ্গলবার বিকালে বিশাল আকারের মাছটি দেখতে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ মোড়ে স্থানীয় জনতা ভিড় করে। অনেকে কেউ ছবি তুলেছে, আবার ভিডিও করেছে। প্রতি কেজি মাছ ১ হাজার ২শত টাকা করে ৮৬ হাজার ৪শত টাকা বিক্রয় করা হয়। যমুনা নদীতে মাঝে মাঝে বড় আকারের মাছ ধরা পড়ে থাকলেও ৭২ কেজির মাছ ধরা পড়ার ঘটনা খুবই বিরল।
এমআর.সব
শিরোনাম
গাইবান্ধায় জালে আটকা পড়েছে ৭২ কেজির বাগাড়
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৯:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- ।
- 69
জনপ্রিয় সংবাদ






















