শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নিয়েছে এক নতুন পদক্ষেপ। উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘আউটকাম-বেসড এডুকেশন (OBE)’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা। উপাচার্য দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই যুগোপযোগী পদ্ধতি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।
আজ বুধবার (২১ মে, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘আউটকাম-বেসড এডুকেশন: এ প্যাথওয়ে টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “সময়ের সঙ্গে বাড়ছে যুগোপযোগী শিক্ষার গুরুত্ব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং শিক্ষার মানোন্নয়নে আউটকাম বেসড এডুকেশন (OBE) বলিষ্ঠ ভ‚মিকা রাখবে।” উপাচার্য আরও বলেন, “OBE শিক্ষার্থীদের জন্য গুণগত পাঠদান, নতুন জ্ঞান সৃষ্টি, ব্যবহারিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা এবং বিচক্ষণতা নিশ্চিত করে। বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই OBE কারিকুলাম চালু করা জরুরি হয়ে পড়েছে।”
কর্মশালায় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ। তিনি আউটকাম বেসড এডুকেশনের প্রেক্ষাপট, লক্ষ্য-উদ্দেশ্য ও সম্ভাবনার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালার প্রথম দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এমআর/সব
শিরোনাম
বেরোবিতে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে নতুন উদ্যোগ গ্রহণ
-
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৪:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- ।
- 130
জনপ্রিয় সংবাদ


























