চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগ ও পদার্থবিদ্যা সমিতির আয়োজনে বিভাগের নবীনদের বরণ ও প্রবীণদের বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ ও সমিতি।
বুধবার (২১ মে) বিশ্বিবদ্যালয়ের বিজ্ঞান অনুষদের লেকচার গ্যালারি – ১ অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য ( প্রশাসন) কামাল উদ্দিন খান এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) শামিম উদ্দিন খান বলেন, মানবজীবনকে সম্মুখ উপলব্ধি এবং মহাবিশ্বকে বোঝার জন্য পদার্থবিজ্ঞান ছাড়া অন্য কোন বিজ্ঞানের সাধ নেই। সুতরাং মানুষের জীবনকে সহজ ও প্রান্জ্ঞল করার ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের অবদান অনস্বীকার্য। আগামী বাংলাদেশের চ্যালেন্জগুলো যেমন: জলবায়ু সংকট, শক্তি সংকট এবং বিশ্বব্রজ্ঞান্ডকে উপযোগী করতে পদার্থবিজ্ঞান গবেষণা ছাড়া গত্যান্তর নেই।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, পদার্থবিদরা যদি টাইম মেশিন আবিষ্কার করে জীবনের সময়টা থামিয়ে বা ফিরিয়ে দিতে পারত; তাহলে আমি আবার ছাত্র হয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হতাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক র্যাকিং এগিয়ে নিতে যেসব বিভাগ অবদান রাখে তার মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগ অন্যতম। ইয়াং ফ্যাকাল্টি ও সিনিয়র ছাত্রদের গবেষণা করার জন্য জোর আহ্বান জানান এবং গবেষণা করার জন্য পদার্থবিজ্ঞান বিভাগে যা দরকার তা সাধ্যমত দেওয়ার কথাও ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয় এবং এমফিল ডিগ্রি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকদের সম্মননা স্মারক দেওয়া হয়। এছাড়াও পদার্থবিদ্যা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে প্রফেসর হামিদা বানু মেমোরিয়াল অ্যাওয়ার্ডের পক্ষ থেকে প্রথম স্থান অধিকারীদের ২১ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীদের ১৮ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীদের ১৫ হাজার টাকার সম্মাননা দেওয়া হয় অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে।
এমআর/সব
শিরোনাম
চবির পদার্থবিদ্যা বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
-
চবি প্রতিনিধি - আপডেট সময় : ০৯:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- ।
- 116
জনপ্রিয় সংবাদ






















