ফরিদপুরের সদরপুর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী স্বপন ঘোষের জমি-জমা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে পার্শবর্তী ভাঙ্গা থানার নিতাই চন্দ্র দে নামের এক এডভোকেটের বিরুদ্ধে। এ ঘটনায় জমি ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চাররশি গ্রামে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী স্বপনের স্বজন, প্রতিবেশী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চার রশি মৌজার সাড়ে ১২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। শারীরিক প্রতিবন্ধকতা ও অসচ্ছলতার সুযোগ নিয়ে নিতাই মামালা চালিয়ে নেয়ার কথা বলে স্বপনের পৈত্রিক জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে লিখে নেন।
স্বপন ঘোষ বলেন, আমি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। আমার জমি কৌশলে কেড়ে নেওয়া হয়েছে। আমি চাই আমার ন্যায্য সম্পত্তি ফিরে পেতে। প্রশাসনের কাছে আমার আকুতি- এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক।
এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি ব্যক্তিগত প্রতারণার ঘটনা নয়, বরং সমাজের দুর্বল ও অসহায় মানুষদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয়, তার একটি দৃষ্টান্ত। মানববন্ধনে বক্তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রতিবন্ধী স্বপনের জমি ফিরিয়ে দেয়ার দাবি জানান
এমআর/সব
শিরোনাম
সদরপুরে প্রতিবন্ধীর জমি আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
-
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- ।
- 118
জনপ্রিয় সংবাদ






















