৫ম জাতীয় চা দিবস ২০২৫ । এ দিবসে বছরের শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী শ্রমিক হিসেবে দেশ সেরা পুরস্কার গ্রহন করেন চা শ্রমিক জেসমিন আকতার। তিনি ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি বানিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর হাত থেকে এ পুরস্কার গ্রহন করেন।
চা শ্রমিক জেসমিন চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানের একজন সফল চা শ্রমিক। তিনি টানা দ্বিতীয়বার দেশ সেরা হয়েছেন নেপচুন চা বাগানের এ শ্রমিক । ফলে সারাদেশের ১৬৮টি চা বাগানের মধ্যে শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (শ্রমিক সম্পর্কিত পুরস্কার) -র স্থান টানা তিনবার এম এম ইস্পাহানি গ্রুপের নেপচুন চা বাগানের দখলে । এর আগে ২০২২ সালেও দেশসেরা শ্রমিক নির্বাচিত হয়েছিলেন নেপচুন চা বাগানের উপলক্ষী ত্রিপুরা। অনুষ্ঠানে অতিথি পর্যায়েও বক্তব্য রাখেন আলোচিত জেসমিন আক্তার (গত বছরের দেশসেরা চা পাতা চয়নকারী হওয়ার কারনে)।
এম এম ইস্পাহানি গ্রুপের নেপচুন চা বাগান সূত্রে জানা গেছে, ১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২৭০০ একর আয়তন বিশিষ্ট পাহাড়-সমতল এলাকায় গড়ে উঠে এম এম ইস্পাহানি গ্রুপের এই নেপচুন চা বাগান। ২০০৯ সালে বৃক্ষ রোপনে দেশসেরা চা বাগান মনোনীত হয় নেপচুন চা বাগান। ২০২০ সালে গ্রীণ ফ্যাক্টরী এওয়ার্ড মনোনীত হয় নেপচুন চা বাগান। দীর্ঘ ৬৫ বছরে নেপচুন চা বাগান নানা সফলতার পাশাপাশি চা উৎপাদনেও শ্রেষ্ঠত্ব অর্জন করে চলছে।
২০২২ সালের চা পাতা চয়ন বা উত্তোলনে দেশসেরা চা শ্রমিক নির্বাচিত হয়েছিলেন উপলক্ষী ত্রিপুরা। এরই ধারাবাহিকতায় ২০২৩ ও ২০২৪ সালেও (জানুয়ারি-ডিসেম্বর) সারাদেশের ১৬৮টি চা বাগানের মধ্যে চা পাতা চয়নে সেরা শ্রমিক নির্বাচিত হয়েছেন জেসমিন।
এমআর/সব
শিরোনাম
শ্রেষ্ঠ চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন ফটিকছড়ির জেসমিন আকতার
-
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৫:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- ।
- 156
জনপ্রিয় সংবাদ






















