০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে চাকুরী রাজস্বকরণের দাবীতে নকল নবীশদের মানববন্ধন

লালমনিরহাটে সাব-রেজিস্ট্রি অফিসের সকল নকল নবিশদের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন’।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ’- এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জেলার বিভিন্ন রেজিস্ট্র্রি অফিসের সকল নকল নবিশরা অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশনের দাবী অনুযায়ী রেজিস্ট্রি অফিসগুলোতে ‘নকল নবিশ’ পদ সৃষ্টি করে সারাদেশের প্রায় সাড়ে পনের হাজার নকল নবিশদের চাকুরি জাতীয়করণের জন্য আইন মন্ত্রণালয় কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা ছিল। কিন্তু আইন মন্ত্রণালয় মাত্র সাড়ে পাঁচ হাজারের প্রস্তাব পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে, যা আজও বাস্তবায়ন করা হয়নি। এর মাধ্যমে সারাদেশের তরুণ ও আন্দোলনকারী নকল নবিশদের হতাশ করা হয়েছে। বক্তারা দ্রুততম সময়ে দেশের সকল নকল নবিশদের চাকুরি রাজস্ব খাতে নিয়ে জাতীয়করণের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন-এর জেলা শাখার সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহ-সভাপতি দুর্জয় রায় চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে আন্দোলনরত নকল নবিশদের একটি প্রতিনিধি দল।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে চাকুরী রাজস্বকরণের দাবীতে নকল নবীশদের মানববন্ধন

আপডেট সময় : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

লালমনিরহাটে সাব-রেজিস্ট্রি অফিসের সকল নকল নবিশদের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন’।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ’- এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জেলার বিভিন্ন রেজিস্ট্র্রি অফিসের সকল নকল নবিশরা অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশনের দাবী অনুযায়ী রেজিস্ট্রি অফিসগুলোতে ‘নকল নবিশ’ পদ সৃষ্টি করে সারাদেশের প্রায় সাড়ে পনের হাজার নকল নবিশদের চাকুরি জাতীয়করণের জন্য আইন মন্ত্রণালয় কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা ছিল। কিন্তু আইন মন্ত্রণালয় মাত্র সাড়ে পাঁচ হাজারের প্রস্তাব পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে, যা আজও বাস্তবায়ন করা হয়নি। এর মাধ্যমে সারাদেশের তরুণ ও আন্দোলনকারী নকল নবিশদের হতাশ করা হয়েছে। বক্তারা দ্রুততম সময়ে দেশের সকল নকল নবিশদের চাকুরি রাজস্ব খাতে নিয়ে জাতীয়করণের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন-এর জেলা শাখার সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহ-সভাপতি দুর্জয় রায় চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে আন্দোলনরত নকল নবিশদের একটি প্রতিনিধি দল।
এমআর/সব