সিরাজগঞ্জের রায়গঞ্জে এক রাতে ব্যবসায়ী ও এক কৃষকের ৮টি গরু ও দুটি মহিষ চুরি হয়েছে।
সোমবার গভীর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই মধ্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, চুরি হওয়া গরু ও মহিষের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার ডুমরাই গ্রামের ব্যবসায়ী মো. কাদের মির্জার পাঁচটি গরু ও দুটি মহিষ, অপর কৃষক তালেব মির্জার তিনটি গরু গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. কাদের মির্জা জানান, আমাদের দুই ভাইয়ের প্রায় ১৫ লক্ষ টাকার ৮টি গরু ও দুটি মহিষ চুরি করে নিয়ে গেছে চোরের দল।
তিনটি আরও বলেন, আমি একজন কৃষক পাশাপাশি দুই ঈদে এলাকা থেকে গরু ক্রয় করে ঢাকায় বিক্রি করি। গরু গুলোই ছিল আমার একমাত্র ব্যবসায়ীক পুঁজি। গরু গুলো চুরি হওয়াতে আমার আর্থিক মেরুদন্ড ভেঙ্গে গেছে। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, ‘গরুর চুরির বিষয়টি নিয়ে একটি অভিযোগ জমা দিয়েছে ক্ষতিগ্রস্তরা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমআর
শিরোনাম
রায়গঞ্জে এক রাতে আটটি গুরু ও দুইটি মহিষ চুরি
-
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- ।
- 282
জনপ্রিয় সংবাদ






















