ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে এক বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণ ও নগদ ৭ হাজার টাকা নিয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগি অজ্ঞাত ৪/৫ জনের নামে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে শহরের দক্ষিণ বলিদাপাড়া গ্রামের তাঙ্গীর হোসেনের স্ত্রী নাজমা খাতুন জানায়, সকালে বিশেষ কাজে তিনি পাশের বাড়িতে গিয়েছিলেন। এ সময় বাড়ীতে কেউ ছিল না। এ সুযোগে দু’টি মটরসাইকেলে চোরচক্রের ৪/৫ জন সদস্য বাড়ীতে প্রবেশ করে। তারা বসত ঘরে ঢুকে আলমারী ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণ ও নগদ ৭ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোফাজ্জেল হক জানান, দিনের বেলাতে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরচক্রের সদস্যদের আটকে চেষ্টা চরছে বলে জানান তিনি।
এমআর/সব
শিরোনাম
কালীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে বাসা বাড়ীতে চুরি
-
ঝিনাইদহ প্রতিনিধি - আপডেট সময় : ০৪:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- ।
- 142
জনপ্রিয় সংবাদ






















