নীলফামারী জেলার সৈয়দপুরে নতুন জাতের ধানের বীজ উৎপাদনে কৃষকরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। নতুন জাত ১০২,১০৫ ও ১০৭ এর পাশাপাশি এ উপজেলায় এবার প্রথম বারের মতো ব্রি-১০৮ জাতের ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে ব্রি-১০৮ জাতের ধান চাষে সাফল্য পেয়েছেন চাষী জাহিদ হাসান স্বপন। পিকেএসএফ এর অর্থায়নে এবং বীজ প্রত্যয়ন এজেন্সির তত্ত্বাবধানে শার্প সংস্থা কৃষকদের মাঝে দেশীয় এসব জাতগুলো আবাদের উৎসাহ দিয়ে আসছে। একই সাথে বীজ সংরক্ষণ ও কৃষকরা যাতে বাজারজাত করতে পারে সেজন্য প্রশিক্ষণ, উপকরণসহ সহযোগিতা দিয়ে আসছে। চাষী জাহিদ হাসান স্বপন বলেন- ধানটি অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা খরাসহিষ্ণু, সার কম লেগেছে। এই ধানের চাল মাঝারি লম্বা ও চিকন, ভাত ঝরে ঝরে ও সুস্বাদু হওয়ায় উচ্চমূল্যের জিরা ধানের বিকল্প হিসেবে এটি উদ্ভাবক করা হয়েছে। এদিকে উৎপাদনে খরচ কম, অন্যদিকে ধানটির বাজারে অধিক দাম। এ কারণে ধানটির ব্যাপক চাহিদা বৃদ্ধি হয়েছে। সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষণ বলেন- নীলফামারী জেলায় এই প্রথমবারের মতো ব্রি- ১০৮ জাতের ধান চাষ করা হয়েছে। (গ্রেইন টাইপ জিরা ধান) এই ধানটি জিরা ধানের অনুরূপ হওয়ায় বাজারে চাহিদাও বেশি দামও বেশি।
এমআর/সব
শিরোনাম
সৈয়দপুরে শার্প কর্তৃক নতুন ধানের বীজ উৎপাদনে সফলতা
-
নীলফামারী প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- ।
- 37
জনপ্রিয় সংবাদ






















