১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপন কক্ষ থেকে পৌনে ৩ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার

শেরপুরে পৌনে তিন টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে আটক করা হলেও বয়স বিবেচনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আরশাদ আলীর গোডাউন থেকে এসব মালামাল জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদফতর এবং জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ। এ সময় শেরপুর সদর থানার পুলিশ তাদের সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের লছমনপুর নয়াপাড়া গ্রামের আরশাদ আলীর গোডাউনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আরশাদ আলীর ছেলে আল-জাহিদ হাসানকে (১৯) ১০৩ কেজি পলিথিনসহ আটক করে তারা।
পরে জাহিদের দেখানো মতে তার বাবার গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনের বিভিন্ন দরজায় তালা দেয়া থাকলে তালা ভেঙে ভিতরে যান তারা। পরে গোডাউনের একটি অংশে মাটির নিচে একটি গোপন কক্ষের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। ওই গোপন কক্ষের তালা ভাঙলে সেখানে লুকিয়ে রাখা নিষিদ্ধ পলিথিন ভর্তি ১৭ টি বস্তা উদ্ধার করা হয়। গোডাউনের একাধিক জায়গা থেকে মোট দুই হাজার ৭৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। পরে আরশাদ আলীর এইচএসসি পড়ুয়া ছেলে জাহিদকে বয়স বিবেচনায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

গোপন কক্ষ থেকে পৌনে ৩ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার

আপডেট সময় : ০৯:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

শেরপুরে পৌনে তিন টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে আটক করা হলেও বয়স বিবেচনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আরশাদ আলীর গোডাউন থেকে এসব মালামাল জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদফতর এবং জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ। এ সময় শেরপুর সদর থানার পুলিশ তাদের সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের লছমনপুর নয়াপাড়া গ্রামের আরশাদ আলীর গোডাউনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আরশাদ আলীর ছেলে আল-জাহিদ হাসানকে (১৯) ১০৩ কেজি পলিথিনসহ আটক করে তারা।
পরে জাহিদের দেখানো মতে তার বাবার গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনের বিভিন্ন দরজায় তালা দেয়া থাকলে তালা ভেঙে ভিতরে যান তারা। পরে গোডাউনের একটি অংশে মাটির নিচে একটি গোপন কক্ষের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। ওই গোপন কক্ষের তালা ভাঙলে সেখানে লুকিয়ে রাখা নিষিদ্ধ পলিথিন ভর্তি ১৭ টি বস্তা উদ্ধার করা হয়। গোডাউনের একাধিক জায়গা থেকে মোট দুই হাজার ৭৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। পরে আরশাদ আলীর এইচএসসি পড়ুয়া ছেলে জাহিদকে বয়স বিবেচনায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
এমআর/সব