লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ী চওড়াটারী সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলার ও সাব পিলার ৯ (এস) এর কাছাকাছি এলাকায় কয়েকজন ব্যক্তিকে বুধবার ভোরে অবস্থান করতে দেখা যায়।
স্থানীয়দের দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সেখানে এনে জড়ো করেছে এবং বাংলাদেশে পুশইন করার প্রস্তুতি নিচ্ছিল।
ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সীমান্তে সতর্ক অবস্থান নেন।
সীমান্ত এলাকার বাসিন্দা জানান, দূর থেকে তিনি ওই ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। তাদের দাবি, তারা ভারতের আসাম রাজ্যের দাররাং জেলার গলগাঁও থানার বাসিন্দা এবং তাদের কাছে ভারতের ভোটার আইডি ও অন্যান্য পরিচয়পত্র ছিল। কিন্তু বিএসএফ নাকি সেই সব কাগজপত্র কেড়ে নিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে।
স্থানীয়রা স্পষ্ট করে জানিয়েছেন, “আমরা বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান করছি। আমাদের এলাকায় এভাবে কাউকে জোর করে পাঠানো হলে তা মেনে নেওয়া হবে না।”
এ প্রসঙ্গে দুর্গাপুরে অবস্থিত লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সালাম জানান, “আমরা বিষয়টি জানার পরপরই সতর্ক অবস্থান নিই এবং বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছি। তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।”
তিনি আরও বলেন, “বিজিবি সদস্যরা এবং স্থানীয়রা একসঙ্গে অবস্থান করছে। পরিস্থিতি যেকোনো দিকে মোড় নিলে তা মোকাবিলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত আছি।”






















