১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় চেয়ারম্যানসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে এখন টিভির জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এবং বাসস-এর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে সোমবার দুপুরে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সফরকালীন সময়ে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার (২৬ মে) সকালে উপদেষ্টা নালিতাবাড়ী উপজেলার বনাঞ্চল পরিদর্শনে যান। সেখানে সাংবাদিকরা বনে অবৈধ বালু, পাথর ও গাছ কাটার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে চলার নির্দেশ দেন এবং প্রকৃত হোতাদের ধরার কথা বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দুষ্কৃতিকারীরা।  পরে তারা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলায়  এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম, বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আরও দুইজন আহত হয়।
সাংবাদিক নেতা কাকন রেজা বলেন, উপদেষ্টাকে পাহাড়ের বালু ও পাথর নিয়ে প্রশ্ন করায় পাহাড় দস্যুরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের মারধর করে, ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। উপদেষ্টা গাড়িতে উঠার সঙ্গে সঙ্গেই সাংবাদিকদের ওপর এ হামলা চালানো হয়।
শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, আমরা আইনকে শ্রদ্ধা করি, তাই থানায় মামলা করেছি। দ্রুত আসামিদের গ্রেফতার না করা হলে প্রেস ক্লাব থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ঘটনায় ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।
শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হবে।
জনপ্রিয় সংবাদ

শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০১:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় চেয়ারম্যানসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে এখন টিভির জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এবং বাসস-এর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে সোমবার দুপুরে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সফরকালীন সময়ে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার (২৬ মে) সকালে উপদেষ্টা নালিতাবাড়ী উপজেলার বনাঞ্চল পরিদর্শনে যান। সেখানে সাংবাদিকরা বনে অবৈধ বালু, পাথর ও গাছ কাটার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে চলার নির্দেশ দেন এবং প্রকৃত হোতাদের ধরার কথা বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দুষ্কৃতিকারীরা।  পরে তারা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলায়  এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম, বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আরও দুইজন আহত হয়।
সাংবাদিক নেতা কাকন রেজা বলেন, উপদেষ্টাকে পাহাড়ের বালু ও পাথর নিয়ে প্রশ্ন করায় পাহাড় দস্যুরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের মারধর করে, ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। উপদেষ্টা গাড়িতে উঠার সঙ্গে সঙ্গেই সাংবাদিকদের ওপর এ হামলা চালানো হয়।
শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, আমরা আইনকে শ্রদ্ধা করি, তাই থানায় মামলা করেছি। দ্রুত আসামিদের গ্রেফতার না করা হলে প্রেস ক্লাব থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ঘটনায় ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।
শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হবে।