মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম আপিলের রায়ে খালাস পেয়েছেন। এ ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও চট্টগ্রাম মহানগরে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে জামাত -শিবিরের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণতান্ত্রিক ছাত্রজোট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।
বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর ১টার দিকে শুরু হয় এ মানববন্ধন।
এসময় ‘নব্য ফ্যাসিবাদ ধ্বংস হোক, নিপাত যাক’, ‘এটিএম আজহারের মুক্তি যুদ্ধাপরাধীদের শক্তি’, ‘মানবতাবিরোধী হামলা, রুখে দাও বাংলা’, ‘আবরার যখন হলে মরে, শিবির তখন লুঙ্গির তলে’ ইত্যাদি সংশ্লিষ্ট প্লেকার্ড হাতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহ-সভাপতি ঈশা দে’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুদর্শন চাকমা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য আহমেদ মুগ্ধ, পাহড়ি ছাত্র পরিষদ ঐক্যের সদস্য মাহিদুল ইসলাম ইবাদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া।
আহমেদ মুগ্ধ বলেন, এই জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম যে, শাহাবাগের বাইনারি রাজনীতি থেকে ইন্টেরিম বের হয়ে আসবে। কিন্তু সেটি হয়নি। গণতান্ত্রিক ছাত্রজোটের শান্তিপূর্ণ বিক্ষোভে শিবির আক্রমণ করে। সন্ত্রাসী শিবিরের এটিই আসল চরিত্র।
উল্লেখ্য, মঙ্গলবার (২৭ মে) রাতে রাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে হামলা করে ‘শাহবাগবিরোধী ঐক্য’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। পরদিন বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।
এমআর/সব
শিরোনাম
গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
-
চবি প্রতিনিধি - আপডেট সময় : ০৪:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- ।
- 160
জনপ্রিয় সংবাদ






















