ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)– এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খাতাম আল–আনিবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা। খবর আল জাজিরার।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সাদমানি ইরানের ‘সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার’ এবং সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
গত শুক্রবার খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলী রাশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
এদিকে, মঙ্গলবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত চারটি স্থানে আঘাত হেনেছে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলের হার্জলিয়া শহরের একটি আটতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উপকূলীয় শহরটিতে একটি ফাঁকা বাসে আগুন ধরে গেছে। ইসরায়েলের ওয়াইনেট নিউজ আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।
ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে ওয়াইনেট নিউজ জানিয়েছে, ইরানের সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল-জাজিরার।
এমআর/সব
শিরোনাম
‘খামেনির ঘনিষ্ঠজনকে’ হত্যার দাবি ইসরায়েলের
-
সবুজ বাংলা অনলাইন আন্তর্জাতিক ডেস্ক - আপডেট সময় : ০৩:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- ।
- 63
জনপ্রিয় সংবাদ

























