লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে কু-প্রস্তাব দিয়েছে এমন মিথ্যা অভিযোগ তুলে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ উঠেছে ভ্যান চালক মন্টু মিয়াকে।
গতকাল দুপুরে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ায় এ মারধরের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আজ মঙ্গলবার পাঁচ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভ্যান চালক মন্টু মিয়া।
অভিযুক্তরা হলেন বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র শাকিব (২৭) ও তার ছোট ভাই শাহাদাত (২৫) সেকেন্দার আলী (৬০) তার পুত্র আইয়ুব আলী (৪০) এবং রফিকুল ইসলামের স্ত্রী ছকিনা বেগম।
এজাহার ও সরেজমিনে গিয়ে জানাযায়, পুর্ব শত্রুতার জেরে “কু-প্রস্তাব দিয়েছে” এমন অভিযোগ তুলে বাঁশের লাঠি, লোহার রড,ধারালো ছোড়া ইত্যাদি দিয়ে পথরোধ করে এবং আইয়ুব আলীর হুকুমে ভ্যানচালক মন্টু মিয়াকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখমসহ মাথায় লোহার রডদিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি।
পরে গুরুতর আহত ভ্যানচালক মন্টুকে উদ্ধার করে স্থানীয়রা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হক বলেন, প্রাথমিক ভাবে তাকে চিকিৎসা দিয়েছি মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নিবিরভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী বলেন,অভিযোগ পেয়েছি দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
























