তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহযোগিতায় ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং’-এর অংশ হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় জাতীয় স্কুল দলগত দাবা প্রতিযোগিতায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (মালিবাগ শাখা) এ-দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা ৬ খেলায় সর্বোচ্চ ১২ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। বিজয়ী দলের খেলোয়াড়রা হলেন : সিয়াম চৌধুরী, রায়ান রশিদ মুগ্ধ, ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ও ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী। ১০ পয়েন্ট পেয়ে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, মালিবাগ শাখা বি-দল রানারর্স-আপ এবং ৮ পয়েন্ট পেয়ে গর্ভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল তৃতীয় স্থান লাভ করে।
রাউন্ড সুইস-লিগ পদ্ধতি অনুষ্ঠিত এ ইভেন্টের চূড়ান্ত পর্বে ১৬টি আঞ্চলিক পর্বের বাছাইকৃত ৩৪টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে কম্পিউটার প্রোগ্রামিং, দাবা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সাবেক সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের পরিচালক অধ্যাপক ড. বি এম মাইনুল হোসেন। চ্যাম্পিয়ন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগ শাখা এ-দল যুক্তরাস্ট্রে আগামী ২-৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় ওয়ার্ল্ড স্কুল দাবায় অংশগ্রহণের সুযোগ পাবে।
আরকে/সবা
শিরোনাম
বিশ্ব স্কুল দাবায় খেলবে বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুল
-
ক্রীড়া প্রতিবেদক - আপডেট সময় : ০১:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- ।
- 130
জনপ্রিয় সংবাদ


























