০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারী সরকারহাট বাজারে ময়লার স্তুপ

মসজিদ, স্কুল ও মন্দিরের পাশে দুর্গন্ধে জনদুর্ভোগ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজার এলাকায় মসজিদ, স্কুল ও মন্দিরের সংলগ্ন স্থানে এবং হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার স্তুপ। এ অবস্থায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী, নামাজী, পুজারী ও বাজারে আগত সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, প্রতিদিনের বাজারের বর্জ্য, বাসাবাড়ির আবর্জনা ও হোটেল-রেস্তোরাঁর ময়লা নির্দিষ্ট কোনো ডাস্টবিনে না ফেলে রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে। এর ফলে ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বাজারে আগত লোকজন, স্কুলগামী ছাত্রছাত্রী, নামাজ পড়তে আসা মুসল্লি এবং মন্দিরে আসা পূজারীরা পড়ছেন চরম দুর্ভোগে। অনেকেই মুখে রুমাল চাপা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, বাজারের পাশে থাকা মাধ্যমিক বিদ্যালয় ও একটি মসজিদের মাত্র কয়েক গজ দূরেই রয়েছে ময়লার স্তূপ। বর্ষাকালে পানি জমে এই এলাকায় সৃষ্টি হয় চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এলাকাবাসীর অভিযোগ, বাজার কমিটি বা সংশ্লিষ্ট প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না।
স্থানীয় প্রবীণ ব্যবসায়ী ইদ্রিস মিয়া সওদাগর জানান, “প্রতিদিন আমরা এই দুর্গন্ধের মধ্যে বসে ব্যবসা পরিচালনা করি। স্কুলের ছাত্রছাত্রীরা কষ্ট পায়। দুইটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং একটি স্বনামধন্য মির্জপুর উচ্চ বিদ্যালয় যেখানে লেখা পড়া করে প্রায় ২৫০০ ছাত্র ছাত্রী, এরকম প্রতিষ্ঠান পাশে থাকার পরও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা দুঃখজনক।”
এ বিষয়ে মির্জপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান জানান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ময়লা অপসারণ ও নির্দিষ্ট ডাস্টবিন স্থাপন করে এলাকার পরিবেশ রক্ষার দাবি জানাবেন।
সরকার হাট বাজার মালিক সমিতির সভাপতি আলী আকবর চৌধুরী বলেন প্রশাসনকে কয়েবার তাগিদ দিয়েছি ইউএনওকে বলেছি কিন্ত কোন কাজ হয়নি । স্থানীয় জামে মসজিদের ইমাম মৌলানা মো: ওসমান বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অথচ ধর্মীয় প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় এমন পরিস্থিতি চরম অব্যবস্থাপনার পরিচয়।” দ্রুত ব্যবস্থা না নিলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

হাটহাজারী সরকারহাট বাজারে ময়লার স্তুপ

আপডেট সময় : ০৫:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজার এলাকায় মসজিদ, স্কুল ও মন্দিরের সংলগ্ন স্থানে এবং হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার স্তুপ। এ অবস্থায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী, নামাজী, পুজারী ও বাজারে আগত সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, প্রতিদিনের বাজারের বর্জ্য, বাসাবাড়ির আবর্জনা ও হোটেল-রেস্তোরাঁর ময়লা নির্দিষ্ট কোনো ডাস্টবিনে না ফেলে রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে। এর ফলে ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বাজারে আগত লোকজন, স্কুলগামী ছাত্রছাত্রী, নামাজ পড়তে আসা মুসল্লি এবং মন্দিরে আসা পূজারীরা পড়ছেন চরম দুর্ভোগে। অনেকেই মুখে রুমাল চাপা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, বাজারের পাশে থাকা মাধ্যমিক বিদ্যালয় ও একটি মসজিদের মাত্র কয়েক গজ দূরেই রয়েছে ময়লার স্তূপ। বর্ষাকালে পানি জমে এই এলাকায় সৃষ্টি হয় চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এলাকাবাসীর অভিযোগ, বাজার কমিটি বা সংশ্লিষ্ট প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না।
স্থানীয় প্রবীণ ব্যবসায়ী ইদ্রিস মিয়া সওদাগর জানান, “প্রতিদিন আমরা এই দুর্গন্ধের মধ্যে বসে ব্যবসা পরিচালনা করি। স্কুলের ছাত্রছাত্রীরা কষ্ট পায়। দুইটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং একটি স্বনামধন্য মির্জপুর উচ্চ বিদ্যালয় যেখানে লেখা পড়া করে প্রায় ২৫০০ ছাত্র ছাত্রী, এরকম প্রতিষ্ঠান পাশে থাকার পরও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা দুঃখজনক।”
এ বিষয়ে মির্জপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান জানান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ময়লা অপসারণ ও নির্দিষ্ট ডাস্টবিন স্থাপন করে এলাকার পরিবেশ রক্ষার দাবি জানাবেন।
সরকার হাট বাজার মালিক সমিতির সভাপতি আলী আকবর চৌধুরী বলেন প্রশাসনকে কয়েবার তাগিদ দিয়েছি ইউএনওকে বলেছি কিন্ত কোন কাজ হয়নি । স্থানীয় জামে মসজিদের ইমাম মৌলানা মো: ওসমান বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অথচ ধর্মীয় প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় এমন পরিস্থিতি চরম অব্যবস্থাপনার পরিচয়।” দ্রুত ব্যবস্থা না নিলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এমআর/সব