আর্জেন্টিনার জার্সিতে ১৯৩ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১১২। হ্যাটট্রিক ১০টি।
এখন দেখা যাক ম্যাচ, গোল, হ্যাটট্রিক ও এসিস্টের পরিসংখ্যানে মেসির স্থান ফুটবল ইতিহাসে কোথায়।
* গোল : মেসির আন্তর্জাতিক গোল ১১২টি। তালিকায় তিনি আছেন দুইয়ে। তার আগে আছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো (১৩৮ গোল)।
ক্লাব ও জাতীয় দল মিলে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি আছেন দুইয়ে। তার গোল ৮৬৬টি। এক নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো (৯৩৮ গোল)।
* হ্যাটট্রিক : রেকর্ড স্পোর্ট স্ট্যাটিসটিক্স ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি হ্যাটট্রিকধারীর তালিকায় মেসি আছেন সাতে (৫৮ হ্যাটট্রিক) এবং সক্রিয় ফুটবলারদের মধ্যে আছেন দুইয়ে। তার আগে আছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো (৬৬), ব্রাজিলের পেলে (৯২, ১৯৫৬-১৯৭৭), ইংল্যান্ডের রনি রুকি (৯৭, ১৯৩১-১৯৬১), হাঙ্গেরির ফেরেঙ্ক দিয়াক (১০০, ১৯৩৯-১৯৫৯), চেক প্রজাতন্ত্রের জোসেফ বিকান (১০১, ১৯৩১-১৯৫৫) এবং জার্মানির এরউইন হেল্মচেন (১৪১, ১৯২৪-১৯৫১)।

জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি হ্যাটট্রিকধারীর তালিকায় মেসির অবস্থানে যুগ্মভাবে শীর্ষে (১০ হ্যাটট্রিক)। বাকিরা হলেন : ক্রিস্টিয়ানো রোনাল্ডো (১০) এবং ইংল্যান্ডের ভিভিয়ান উডওয়ার্ড (১০, ২০০০-২০১২)।
* এ্যাসিস্ট : জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি এসিস্টধারীর তালিকায় যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডনোভানের সঙ্গে মেসি আছেন যুগ্মভাবে শীর্ষে (৫৮)।
ক্লাব-জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি এসিস্টধারীর তালিকায় বহুদিন ধরে শীর্ষস্থানটি ধরে রেখেছেন মেসি। তার এসিস্টসংখ্যা এখন ৩৮৪টি।
* ম্যাচ : সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার তালিকায় মেসি আছেন চারে (১৯৩)। তার আগে আছেন : মালয়েশিয়ার সোহ চিন আন (১৯৫, ১৯৬৯-১৯৯৪), কুয়েতের বাদের আল-মুতাওয়া (১৯৬, ২০০৩-২০২২) এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো (২২১, ২০০৩ থেকে অদ্যাবধি)। আন এবং মুতাওয়া অবসরে চলে যাওয়ায় দুইয়ে উঠে আসতে খুব বেশিদিন লাগবে না মেসির।

ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় মেসি আছেন ত্রয়োদশ স্থানে (১১০৭ ম্যাচ)। তার আগের ১২ জন হলেন : আর্জেন্টিনার জাভিয়ের জানেত্তি (১১১৫ ম্যাচ, ১৯৯২-২০১৪), ইংল্যান্ডের রে ক্লেমেন্স (১১১৯ ম্যাচ, ১৯৬৬-১৯৮৮), ইংল্যান্ডের প্যাট জেনিংস (১১২৩ ম্যাচ, ১৯৬১-১৯৮৬), ব্রাজিলের রবার্তো কার্লোস (১১৩৬ ম্যাচ, ১৯৯১-২০১৫), জাপানের ইয়াসুহিতো এনদো (১১৪১ ম্যাচ, ১৯৯১-২০২৩), ইতালির জিয়ানলুইজি বুফন (১১৫৫ ম্যাচ, ১৯৯২-২০২৩), স্কটল্যান্ডের টমি হাচিসন (১১৭৮ ম্যাচ, ১৯৬৪-১৯৯৪), ব্রাজিলের রজারিও সেনি (১২২৬ ম্যাচ, ১৯৯০-২০১৫), পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো (১২৮১ ম্যাচ, ২০০১-অদ্যাবধি), ইংল্যান্ডের পল বাস্টক (১২৮৪ ম্যাচ, ১৯৮৮-২০২২), ব্রাজিলের ফাবিও ডেভিসন (১৩৭৪ ম্যাচ, ১৯৯৫-অদ্যাবধি) এবং ইংল্যান্ডের পিটার শিলটন (১৩৯৬ ম্যাচ, ১৯৬৫-১৯৯৭)।
ভবিষ্যতে পিটার শিলটনকে টপকাতে না পারলেও নিকট ভবিষ্যতে বুফনকে টপকে সপ্তম স্থানে চলে আসার সম্ভাবনা আছে মেসির।
আরকে/সব

























