১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব

আজ রাতে মিয়ানমার যাচ্ছেন আফঈদারা

এবারও দলে ডাক পাননি সাবিনাসহ পাঁচ বিদ্রোহী ফুটবলার

ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের পর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ছবি : বাফুফে

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে আজ মঙ্গলবার রাতে বিমানযোগে ঢাকা ছাড়ছে “বাংলার বাঘিনীরা” খ্যাত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
মিয়ানমারের ইয়াঙ্গুনে ২৯ জুন পিটার বাটলোরের শিষ্যাদের সি-গ্রুপের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে। এছাড়া বাকি দুই ম্যাচ খেলবে ২ জুলাই স্বাগতিক মিয়ানমার এবং ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে।
ফিফা র‌্যাঙ্কিংয়ে মিয়ানমার আছে ৫৫, বাহরাইন ৯২,বাংলাদেশ ১২৮ এবং তুর্কমেনিস্তান আছে ১৪১তম অবস্থানে। গ্রুপের সেরা দল যাবে মূল পর্বে । সেখানে মোট ১২টি দল অংশ নেবে।
মে-জুন মাসে ফিফা প্রীতি ম্যাচে জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে বাংলাদেশ নিজেদের শক্তি দেখিয়েছে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুটি দলের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে নারী দল। দুটি ম্যাচে ড্র করা দলের বেশিরভাগ খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন কোচ পিটার বাটলার। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে আজ মঙ্গলবার ২৩ জনের চূড়ান্ত দলে মাত্র তিনটি পরিবর্তন এনেছেন ব্রিটিশ এই কোচ।
দুই গোলকিপার স্বর্ণা রানী মণ্ডল ও মিলি আক্তারের সঙ্গে দুটি সাফ জেতা রক্ষণভাগের নিলুফা ইয়াসমিন নীলা ফিরেছেন। বাদ পড়েছেন দুই গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি।
অনেকে আশা করলেও মিয়ানমার সফরেও জায়গা হয়নি ‘বিদ্রোহী ফুটবলার’ খ্যাত সাবিনা খাতুন, মাসুরা পারভিন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার ও মাতসুশিমা সুমাইয়ার।

বাংলাদেশ দল
গোলরক্ষক : রূপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল ও মিলি আক্তার; ডিফেন্ডার : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন নীলা; মিডফিল্ডার :
মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রানী, কোহাতি কিসকু, মুনকি আক্তার, হালিমা আক্তার, ফরোয়ার্ড :
ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোছাম্মৎ সাগরিকা, সুরভী আকন্দ প্রীতি, মোসাম্মৎ সুলতানা, নবীরণ খাতুন ও উমেহলা মারমা।
আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব

আজ রাতে মিয়ানমার যাচ্ছেন আফঈদারা

আপডেট সময় : ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে আজ মঙ্গলবার রাতে বিমানযোগে ঢাকা ছাড়ছে “বাংলার বাঘিনীরা” খ্যাত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
মিয়ানমারের ইয়াঙ্গুনে ২৯ জুন পিটার বাটলোরের শিষ্যাদের সি-গ্রুপের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে। এছাড়া বাকি দুই ম্যাচ খেলবে ২ জুলাই স্বাগতিক মিয়ানমার এবং ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে।
ফিফা র‌্যাঙ্কিংয়ে মিয়ানমার আছে ৫৫, বাহরাইন ৯২,বাংলাদেশ ১২৮ এবং তুর্কমেনিস্তান আছে ১৪১তম অবস্থানে। গ্রুপের সেরা দল যাবে মূল পর্বে । সেখানে মোট ১২টি দল অংশ নেবে।
মে-জুন মাসে ফিফা প্রীতি ম্যাচে জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে বাংলাদেশ নিজেদের শক্তি দেখিয়েছে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুটি দলের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে নারী দল। দুটি ম্যাচে ড্র করা দলের বেশিরভাগ খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন কোচ পিটার বাটলার। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে আজ মঙ্গলবার ২৩ জনের চূড়ান্ত দলে মাত্র তিনটি পরিবর্তন এনেছেন ব্রিটিশ এই কোচ।
দুই গোলকিপার স্বর্ণা রানী মণ্ডল ও মিলি আক্তারের সঙ্গে দুটি সাফ জেতা রক্ষণভাগের নিলুফা ইয়াসমিন নীলা ফিরেছেন। বাদ পড়েছেন দুই গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি।
অনেকে আশা করলেও মিয়ানমার সফরেও জায়গা হয়নি ‘বিদ্রোহী ফুটবলার’ খ্যাত সাবিনা খাতুন, মাসুরা পারভিন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার ও মাতসুশিমা সুমাইয়ার।

বাংলাদেশ দল
গোলরক্ষক : রূপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল ও মিলি আক্তার; ডিফেন্ডার : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন নীলা; মিডফিল্ডার :
মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রানী, কোহাতি কিসকু, মুনকি আক্তার, হালিমা আক্তার, ফরোয়ার্ড :
ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোছাম্মৎ সাগরিকা, সুরভী আকন্দ প্রীতি, মোসাম্মৎ সুলতানা, নবীরণ খাতুন ও উমেহলা মারমা।
আরকে/সবা