০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে সেই অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

রংপুরের মিঠাপুকুরে সাংবাদিককে হাঁটু ভেঙে পঙ্গু করে দেওয়ার হুমকিদাতা অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২৩ জুন সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) খাদিজা বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। চিঠিতে বলা হয়, গত ০৫ আগস্ট ২০২৪ খ্রি. এরপর থেকে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহেদুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়ে আসছে। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার স্বার্থে অধ্যক্ষ মো. মাহেদুল আলমকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। এর পরিবর্তে একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. রাজ্জাকুর রহমানকে দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। গত ২১ এপ্রিল চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয় মিঠাপুকুরের পায়রাবন্দে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষ মো. মাহেদুল আলমের ছত্রছায়ায় আর্থিক চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা চলছে। সংবাদ প্রকাশের পর খন্দকার রাকিবুল ইসলামকে মোবাইল ফোনে হাঁটু ভেঙে পঙ্গু করে দেওয়ার হুমকি দেন অধ্যক্ষ মো. মাহেদুল আলম। হুমকির কলরেকর্ড বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলা দেখা দেয়ায় এবং তার বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রংপুরে সেই অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৭:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

রংপুরের মিঠাপুকুরে সাংবাদিককে হাঁটু ভেঙে পঙ্গু করে দেওয়ার হুমকিদাতা অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২৩ জুন সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) খাদিজা বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। চিঠিতে বলা হয়, গত ০৫ আগস্ট ২০২৪ খ্রি. এরপর থেকে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহেদুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়ে আসছে। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার স্বার্থে অধ্যক্ষ মো. মাহেদুল আলমকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। এর পরিবর্তে একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. রাজ্জাকুর রহমানকে দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। গত ২১ এপ্রিল চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয় মিঠাপুকুরের পায়রাবন্দে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষ মো. মাহেদুল আলমের ছত্রছায়ায় আর্থিক চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা চলছে। সংবাদ প্রকাশের পর খন্দকার রাকিবুল ইসলামকে মোবাইল ফোনে হাঁটু ভেঙে পঙ্গু করে দেওয়ার হুমকি দেন অধ্যক্ষ মো. মাহেদুল আলম। হুমকির কলরেকর্ড বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলা দেখা দেয়ায় এবং তার বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।