ইরানের ওপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর প্রতি ‘অত্যন্ত বিরক্ত’ ও ‘প্রতারিত’ বোধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরা।
ট্রাম্প সাংবাদিকদের জানান, যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েল ও ইরান তা ভঙ্গ করায় তিনি অনেকটাই হতাশ ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি কতটা হতাশ যে, যুদ্ধবিরতির শর্ত উভয় পক্ষ—ইসরায়েল ও ইরান—উল্লঙ্ঘন করেছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। ন্যাটো সম্মেলনে যোগ দিতে ইউরোপে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের। যাত্রার আগে, ট্রাম্প ইসরায়েল ও ইরানের বিষয়ে মন্তব্য করার সময় কটূক্তিও করেন। আল জাজিরার মার্কিন প্রতিনিধি ফিল লাভেল বলেন, ‘তিনি ইরাক ও ইসরায়েল উভয় দেশের প্রতি রাগান্বিত ছিলেন। তবে বেশি রাগ ছিল ইসরায়েলের প্রতি।’ তিনি আরও বলেন, বেনজামিন নেতানিয়াহুর প্রতি যথেষ্ট বিরক্ত ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন তিনি হয়তো প্রতারিত হয়েছেন। যুদ্ধবিরতির জন্য তার সমর্থন নেওয়ার জন্য ট্রাম্প সোমবার নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন, এরপর কাতারের সাহায্যে ইরানের সমর্থন অর্জনের চেষ্টা করেন।
এমআর/সবা


























