সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনসাধারণ।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলার সলঙ্গা থানার ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাতি পল্লিবিদ্যুৎ অফিসের সামনে দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে মহাসড়কের উভয় পার্শ্বে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, ঢাকা-বগুড়ামহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে ফোরলেন রাস্তার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পার্শ্ব রাস্তাটি অজ্ঞাত কারনে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পাশ্ববর্তী এই রাস্তা বন্ধ থাকা ও রোড ডিভাইডার না থাকার কারণে গত এক বছরে ৬ থেকে ৭ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি সুশান্ত কুমার তালুকদার, পল্লী চিকিৎসক জাকির হোসেন, ইউপি সদস্য আনিসুর রহমান, ছাত্রদল নেতা জাকারিয়া সহ শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান মাধ্যম। অথচ অজ্ঞাত কারণে পল্লী বিদ্যুৎ অফিসের সামনের পার্শ্ব রাস্তা বন্ধ ও রোড ডিভাইডার না থাকার কারণে জনভোগান্তি দিন দিন বাড়ছে। জনস্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে পার্শ্ব রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার দেয়ার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, রাস্তার এমন অবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করলেও তারা কোনো কর্ণপাত করেনি। স্থানীয়রা পার্শ্ব রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার স্থাপনের দাবি জানান। দাবি আদায়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কথাও জানান তারা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির তৎক্ষনাৎ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং মানববন্ধনে অংশ গ্রহণকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, ভূঞাগাঁতী পল্লীবিদ্যুৎ সংলগ্ন বাইপাস রাস্তা অতিদ্রুত নির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহন করা হবে।
























