লালমনিরহাটে নদীতে ভেসে উঠা অজ্ঞাত (৪০) ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
২৫ জুন বুধবার সকালে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) বাদল চন্দ্র জানান, স্থানীয়রা কাজ করতে গিয়ে ধরলা নদীতে ভেসে উঠা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে সদর থানা পুলিশ বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে। মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে পচন আসায় ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে পারছে না স্থানীয়রা।
মরদেহের পড়নে রয়েছে ব্লু রংয়ের হাফপ্যান্ট ও টি-শার্ট। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি বাদল চন্দ্র।
























