চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের অন্যতম একজন, জি.এম. ইলিয়াস (৫৪), নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের আমানবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জি.এম. ইলিয়াস ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি ছিলেন। তিনি নিজ এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে আমানবাজার এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে একটি সিএনজি অটোরিকশা ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হলে তিনি মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুম জি.এম. ইলিয়াস ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বেড়াজালী গ্রামের তালুকদার বাড়ির প্রয়াত নেছারুল হক তালুকদারের ছেলে। তিনি এক মেয়ে ও এক ছেলের জনক। তার মেয়ে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী এবং ছেলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে।
দুর্ঘটনায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মো. আলা উদ্দিন সিকদার, হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ফটিকছড়ি উপজেলা আমীর মো. নাজিম উদ্দিন ইমু। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এমআর/সবা
শিরোনাম
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
-
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- ।
- 109
জনপ্রিয় সংবাদ
























