হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মন্দিরগুলোতে দিনব্যাপী চলে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও রথ টানার আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য মন্দিরগুলো হচ্ছে—মেখল শ্রী শ্রী পুন্ডরীক ধাম, পশ্চিম ধলই জগন্নাথ ধাম, এনায়েতপুর জগন্নাথ মন্দির, ব্রজধাম পল্লী জগন্নাথ মন্দির, মির্জাপুর জগন্নাথ আশ্রম, মির্জাপুর মধুমঙ্গল জগন্নাথ আশ্রম, ফতেয়াবাদ শ্বশ্মান কালী বাড়ি জগন্নাথ আশ্রম, নন্দীরহাট শ্রী শ্রী জগন্নাথ ধাম, শিকারপুর গৌরাঙ্গ বাড়ি জগন্নাথ মন্দির, কাটাখালী কালী বাড়ী মন্দির, উত্তর মাদার্শা অমূল্য ডা: বাড়ী জগন্নাথ মন্দির এবং বোয়ালিয়ারকুল দাশ পাড়া মন্দির।
প্রত্যেকটি মন্দিরে ছিল পৃথক পৃথক ধর্মীয় কর্মসূচি, পূজা-অর্চনা এবং শেষ বিকেলে অনুষ্ঠিত হয় রথ টানার মূল আয়োজন, যা ছিল উৎসবের চূড়ান্ত আকর্ষণ।
রথযাত্রাকে কেন্দ্র করে কিছু কিছু মন্দির প্রাঙ্গণে বসে গ্রামীণ মেলা। এতে স্থানীয়দের পাশাপাশি শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় হাটহাজারী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাবলু দাশ এবং সদস্য সচিব উজ্জ্বল দত্ত থানার পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধন জোরদার করে এ ধরনের উৎসব হাটহাজারীর ঐতিহ্য ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে বারবার উঠে আসে।
























