১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বসতঘরসহ সহায়-সম্পদ হারিয়ে নিঃস্ব দিনমজুর পরিবার

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ সব সহায়-সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে এক দিনমজুর পরিবার। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিরপুর গ্রামের ছৈয়াল বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দিনমজুর আইয়ুব মোল্লা (৩৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (২৭) দুই সন্তান ও বৃদ্ধা মা নুরজাহান বেগমকে (৫৫) নিয়ে পাঁচ সদস্যের একটি পরিবারে বসবাস করতেন। আগুনে তাদের ঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র—সবই পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। আইয়ুব মোল্লা কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন এবং তার স্ত্রী সন্তানদের মাদ্রাসায় দিয়ে আসতে গিয়েছিলেন। এই ফাঁকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।
আইয়ুব মোল্লা বলেন, “ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। ফিরে এসে দেখি আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই নেই, এক কাপড়েই এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি খুবই অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল। আগুনে সব কিছু হারিয়ে এখন চরম দুর্দশায় পড়েছে তারা। তারা সরকারের পাশাপাশি স্থানীয় সমাজসেবীদের সহযোগিতা কামনা করেছেন।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মো. কামরুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আমরা পৌঁছানোর আগেই আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।”
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

জনপ্রিয় সংবাদ

বসতঘরসহ সহায়-সম্পদ হারিয়ে নিঃস্ব দিনমজুর পরিবার

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৫:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ সব সহায়-সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে এক দিনমজুর পরিবার। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিরপুর গ্রামের ছৈয়াল বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দিনমজুর আইয়ুব মোল্লা (৩৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (২৭) দুই সন্তান ও বৃদ্ধা মা নুরজাহান বেগমকে (৫৫) নিয়ে পাঁচ সদস্যের একটি পরিবারে বসবাস করতেন। আগুনে তাদের ঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র—সবই পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। আইয়ুব মোল্লা কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন এবং তার স্ত্রী সন্তানদের মাদ্রাসায় দিয়ে আসতে গিয়েছিলেন। এই ফাঁকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।
আইয়ুব মোল্লা বলেন, “ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। ফিরে এসে দেখি আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই নেই, এক কাপড়েই এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি খুবই অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল। আগুনে সব কিছু হারিয়ে এখন চরম দুর্দশায় পড়েছে তারা। তারা সরকারের পাশাপাশি স্থানীয় সমাজসেবীদের সহযোগিতা কামনা করেছেন।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মো. কামরুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আমরা পৌঁছানোর আগেই আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।”
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”