সাধারণত জাতীয় দলের কোন ম্যাচ বা টুর্নামেন্ট থাকলেই সে উপলক্ষে সংশ্লিষ্ট ফেডারেশন সেই খেলার জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করে থাকে। কিন্তু গত ১৯ জুন বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করে। কোন ম্যাচ বা টুর্নামেন্ট না থাকলেও তারা গণমাধ্যমে প্রেস রিলিজের মাধ্যমে জাতীয় দল ঘোষণা করে। অনেকদিন ধরে খেলার বাইরে আছেন হকি খেলোয়াড়রা। এজন্য তারা যেন অলস না হয়ে যান কিংবা আনফিট হয়ে না যান, সেজন্যই দল ঘোষণার পথে হাঁটে বাহফে। তখন ডাক পাওয়া ৩৬ খেলোয়াড়দের কথা বলা হলেও মঙ্গলবার ঘোষিত আপডেট স্কোয়াডে আরও দুজনকে ডাকা হয়েছে। ডাক পাওয়া ৩৮ খেলোয়াড়কে আগামী ১২ই জুলাই সকাল ৭টার মধ্যে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে। প্রশিক্ষণ ক্যাম্প চলবে ২৪ জুলাই পর্যন্ত।
প্রাথমিক স্কোয়াড :
রামিম হোসেন, প্রীতম রায়, হুজাইফা হোসেন, রেজাউল করিম বাবু, মেহরাব হাসান সামিন, আমান শরিফ অভয়, রাব্বি হোসেন, মেহেদী হাসান, সোহানুর রহমান সবুজ, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিটুল, খোরশেদুর রহমান, আমিরুল ইসলাম, খালেদ মাহমুদ রাকিন, মনোজ বাবু, আবেদ উদ্দিন, শাহিদুর রহমান সাজু, তৈয়ব আলী, রাজু আহমেদ তপু, নাঈম উদ্দিন, আল নাহিয়ান শুভ, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, সারোয়ার হোসেন, পুস্কর ক্ষিসা মিমো, রকিবুল হাসান, আরশাদ হোসেন, তাসিন আলী, দ্বীন ইসলাম ইমন, মাহবুব হোসেন, মিলন হোসেন, হাসান যুবায়ের নিলয়, রাহীন হোসেন জীবন, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, আবু সাইদ নিপ্পন, সজিবুর রহমান, সাইজজুদ্দিন আহমেদ।
আরকে/সবা

























