লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারে জারিরদোনা খালের ওপর স্থাপিত দোকানঘরসহ ৭৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১২ কোটি টাকার ২৪ শতাংশ সম্পত্তি উদ্ধার হয়েছে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে খালের ওপর ৩টি অবৈধ বহুতল ভবন রয়েছে। ভবন মালিকরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ থাকায় অভিযানের সময় ভবনগুলো ভাঙা হয়নি। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেয়াল ধসে ৩ জন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে ।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, জেলা প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন যৌথ অভিযানটি পরিচালনা করেন। ঈদের আগে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদান ও মাইকিং করা হয়। গত রবিবার দ্বিতীয় বারের মতো মাইকিং করে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু কেউই স্থাপনাগুলো সরিয়ে নেননি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান, খালের উপর থেকে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ করা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনাগুলো সরানো হয়নি। এতে অভিযান চালিয়ে দোকানঘরসহ ৭৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খালের ২৪ শতাংশ জমি দখলমুক্তকরন করা হয়েছে। যার সম্পত্তির মূল্য প্রায় ১২ কোটি টাকা। তিনি আরও জানান, ৩টি বহুতল ভবন কর্তৃপক্ষ উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ায় সেগুলো উচ্ছেদ করা সম্ভব হয়নি। জলাবদ্ধতা নিরসন ও খালের প্রবাহ পুনরুদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান জানান, উচ্ছেদ কার্যক্রম চলাকালে একটি ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এমআর/সবা
শিরোনাম
কমলনগরে ৭৫ দোকানঘর উচ্ছেদ, পাউবোর ১২ কোটি টাকার সম্পদ উদ্ধার
-
স্টাফ রিপোটার, লক্ষ্মীপুর - আপডেট সময় : ০৬:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- ।
- 112
জনপ্রিয় সংবাদ
























